এখন পড়ছেন
হোম > জাতীয় > পশ্চিমবঙ্গে বিজেপির বিপর্যয় ও ক্রমাগত ভাঙ্গন কি দলের বিপদ বাড়িয়ে দিচ্ছে অন্যত্রও?

পশ্চিমবঙ্গে বিজেপির বিপর্যয় ও ক্রমাগত ভাঙ্গন কি দলের বিপদ বাড়িয়ে দিচ্ছে অন্যত্রও?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয় দলের বিপদকে নানাভাবে বাড়িয়ে দিচ্ছে। পরাজয়ের পর তীব্র ভাঙ্গন শুরু হয়েছে বিজেপির। দলের সঙ্গে প্রায় চার বছরের সম্পর্ক ছেদ করে তৃণমূলে ফিরে গিয়েছেন মুকুল রায়। দলের আরও কিছু হেভিওয়েটের তৃণমূলে ফিরে যাবার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিহারেও আশঙ্কা দেখা দিয়েছে এনডিএ জোটে। সম্প্রতি বিহারে এনডিএ জোটের জোট শরিক হিন্দুস্তানি আওয়াজ মোর্চার প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেনরাম মাঝির সঙ্গে দেখা করলেন আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব। জিতেনরাম মাঝিকে এনডিএ জোট ছেড়ে বিরোধী মহাজোটে সসম্মানে যোগদানের অনুরোধ করলেন।

এদিকে বিহারের বাঁকা জেলায় মাদ্রাসার বিস্ফোরণ নিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করার অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে হিন্দুস্থানী আওয়াম মোর্চা। এ প্রসঙ্গে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেনরাম মাঝি জানান, কোন বিশেষ সম্প্রদায়কে এভাবে টার্গেট করা উচিত নয়। টুইট করে তিনি জানিয়েছেন, গরিব, দলিতরা যদি এগিয়ে যেতে চায়, তবে তাদের নকশাল বলা হয়, গরীব মুসলিম যখন মাদ্রাসায় পড়তে যায়, তখন তাদের আতঙ্কবাদী বলা হয়। এমন মানসিকতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এমন মনোভাব দেশের অখন্ডতার পক্ষে ঠিক নয়। বাঁকার ঘটনাটির সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি করছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেনরাম মাঝির এই টুইট বিহারের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলে দিয়েছে। জল্পনা উঠেছে, এবার কি তবে তিনি এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন। প্রসঙ্গত, দীর্ঘ সময় পর্যন্ত বিরোধী মহাজোটে সামিল ছিলেন তিনি। তবে নির্বাচনের আগে মহাজোট ছেড়ে দিয়ে এনডিএ জোটে যোগদান করেন তিনি। বিধানসভা নির্বাচনে চারটি আসন জিতেছিলেন তিনি। তাই, তাঁর দল জোট ছেড়ে দিলে যথেষ্ট সমস্যায় পড়তে পারে বিজেপি, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

তবে, নিজের অবস্থান এখনও স্পষ্ট করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেনরাম মাঝি। আর এই আবহে তাঁর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন আরজেডি নেতা তেজপ্রতাপ যাদব। তাঁদের এই সাক্ষাতের পর গণমাধ্যমের সামনে আরজেডি নেতা তেজস্বী যাদব জানালেন, জিতেনরাম মাঝি যদি চান, তবে মহাজোটে তিনি ফিরে আসতে পারেন। তাঁকে সাদরে স্বাগত জানানো হবে বলে, জানিয়েছেন তেজ প্রতাপ যাদব। এভাবে পশ্চিমবঙ্গে বিজেপির বিপর্যয় বিহারেও বিজেপিকে ঠেলে দিলো বিপদের মুখে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!