এখন পড়ছেন
হোম > জাতীয় > পশ্চিমবঙ্গে করোনা ছড়াবার জন্য দায়ী কেন্দ্র! তৃণমূলের এই দাবি নির্বাচনের পালে কতটা হাওয়া আনতে পারবে? রইল বিশ্লেষণ

পশ্চিমবঙ্গে করোনা ছড়াবার জন্য দায়ী কেন্দ্র! তৃণমূলের এই দাবি নির্বাচনের পালে কতটা হাওয়া আনতে পারবে? রইল বিশ্লেষণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি নিজের কেন্দ্রীয় নেতৃত্তের উপর বিশেষ আস্থা রেখেছে। এ কারণেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার পদার্পণ করছেন পশ্চিমবঙ্গে। আর এই অবস্থায় বিজেপিকে বারবার বহিরাগতের দল বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রী তাঁর একাধিক জনসভা থেকে বলেছেন যে, বিজেপি হলো বহিরাগতর দল, যারা বাংলার সংস্কৃতির সঙ্গে সম্পর্কহীন। তবে ইদানিং মুখ্যমন্ত্রীকে বহিরাগত ইস্যু নিয়ে বা অবাঙালি ইস্যু দিয়ে বলতে তেমন একটা শোনা যাচ্ছে না, পরিবর্তে তিনি অভিযোগ করছেন, বিজেপির কারণেই রাজ্যে বেড়েছে করোনা।

একাধিক বিশ্লেষক মনে করছেন, বহিরাগত অস্ত্র বারবার ব্যবহারে ভোঁতা হয়ে গেছে, বহিরাগত ইস্যু তেমনভাবে রাজ্যবাসীর মনে দাগ কাটতে পারছে না। এই অবস্থায় এক নতুন ইস্যু খুঁজে পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। পশ্চিমবঙ্গে করোনার বৃদ্ধির কারণ হিসেবে বারবার তৃণমূল দায়ী করছে কেন্দ্রীয় সরকারকে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র ভ্যাকসিন পাঠাচ্ছে না, বারবার অন্য রাজ্য থেকে বহিরাগতরা রাজ্যে আসছেন, এই কারণেই রাজ্যের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে, দেশের সার্বিক করোনা পরিস্থিতির জন্য সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। দেশের পরিস্থিতিকে ‘মোদীমেড’ বলেও কটাক্ষ করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, বারবার বহিরাগতরা রাজ্যে এসেই করোনা ছড়িয়ে দিচ্ছেন। তবে মুখ্যমন্ত্রীর এই অস্ত্র কতটা কার্যকরী হবে, কতটা তৃণমূলকে সুবিধা দেবে? সে বিষয়ে প্রশ্ন তুলেছেন একাধিক বিশ্লেষক।

আবার, মুখ্যমন্ত্রীর এই দাবির পাল্টা হিসেবে বিজেপি জানিয়েছে যে, মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার শীর্ষে, তবে গত এক বছর ধরে করোনা মোকাবিলায় কেন তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেননি? গত কয়েক মাস আগে কেন বহু হাসপাতাল থেকে করোনার বেড তুলে দেয়া হয়েছিল? এরকম নানা প্রশ্ন তুলেছে বিজেপি। আবার, বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে রাজ্যের হাতে এসেছে, এ নিয়ে অভিযোগ তোলা নিরর্থক।

একাধিক বিশ্লেষক জানাচ্ছেন, বহিরাগতরা আসার কারণে বা নির্বাচনের কারণে রাজ্যে করোনার সংক্রমণ ঘটেছে, এমন দাবি মেনে নেওয়া যায় না? কারণ, সম্প্রতি দিল্লি, মহারাষ্ট্রের মতো স্থানে কোন নির্বাচন নেই, কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ। পৃথিবীর একাধিক দেশে করোনার দ্বিতীয় ঢেউ প্রবল ভাবে ছড়িয়ে পড়েছে, তাই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে দায়ী করে কতটা মানুষের মনে দাগ কাটা যাবে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!