এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > পশ্চিমবঙ্গের সমস্ত সভা বাতিল করলেন রাহুল গান্ধী, জেনে নিন কারণ!

পশ্চিমবঙ্গের সমস্ত সভা বাতিল করলেন রাহুল গান্ধী, জেনে নিন কারণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোটা দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। দ্বিতীয় ঢেউয়ে কাবু হতে শুরু করেছে বাংলা। নির্বাচনে মিটিং-মিছিল অবাধভাবে হতে শুরু করায় আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে এই ভাইরাস। ইতিমধ্যেই প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে প্রায় 34 জন মানুষের। আর এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো যাতে মিটিং, মিছিল করোনা বিধি মেনে করে, তার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন থেকে শুরু করে হাইকোর্ট।

তবে তা সত্ত্বেও বেশ কিছু ক্ষেত্রে খামতি সামনে আসতে দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে দেশে যখন করোনা ভাইরাসের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক সভা সমিতি বাতিল করার কথা জানিয়ে দিলেন তিনি। স্বাভাবিক ভাবেই হেভিওয়েট কংগ্রেস নেতার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, আজ একটি টুইট করেন রাহুল গান্ধী। যেখানে তিনি জানিয়ে দেন, করোনা ভাইরাসের গ্রাফ ঊর্ধ্বমুখী‌। এই পরিস্থিতিতে চিকিৎসকরা জমায়েতে এড়িয়ে যেতে বলেছেন। তাই সেই কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের আসন্ন রাজনৈতিক সভা সমাবেশ বাতিল করা হল। পাশাপাশি রাজনৈতিক নেতাদের কাছে বড় কোনো সমাবেশ যাতে না করা হয়, তার জন্যেও আর্জি জানিয়েছেন এই কংগ্রেস নেতা।

বলাবাহুল্য নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক নেতা-নেত্রীরা নিজেদের মতো করে মিটিং মিছিল করতে শুরু করেছেন এই পরিস্থিতিতে অনেকেই করোনা বিধি  না মানার কারণে ভাইরাস আরো বাড়তে শুরু করেছে তবে কিছুদিন আগেই করোনা ভাইরাস নিয়ে বড় কোন মিটিং মিছিল না করার কথা জানিয়ে দিয়েছিল বামফ্রন্টের পরিস্থিতিতে রাহুল গান্ধীর সভা থাকলেও যেভাবে করোনাভাইরাস এর কথা মাথায় রেখে তিনি তা বাতিল করে দিলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলছেন, রাহুল গান্ধীর এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। তৃণমূল থেকে শুরু করে বিজেপি, একে অপরকে রাজনৈতিক টেক্কা দিতে এবং বাংলার ক্ষমতা দখল করতে মিটিং, মিছিল শুরু করেছে‌‌। সেদিক থেকে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের প্রকোপ। তাই এই পরিস্থিতিতে রাহুল গান্ধী মানুষের জীবনের কথা মাথায় রেখে সভা-সমিতি বাতিল করে জনতার মন জয়ের চেষ্টা করলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কেননা মানুষের মনে এখন প্রশ্ন তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর কাছে মানুষের জীবন আগে, নাকি ভোট আগে! তাই এই পরিস্থিতিতে ভবিষ্যৎ যাতে বিপদজনক না হয়, তার জন্য অত্যন্ত সদর্থক পদক্ষেপ নিলেন রাহুল গান্ধী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!