এখন পড়ছেন
হোম > জাতীয় > শীঘ্রই বদলে যাবে আপনার রেলযাত্রার অনুভূতি – কিভাবে? জেনে নিন বিস্তারিত

শীঘ্রই বদলে যাবে আপনার রেলযাত্রার অনুভূতি – কিভাবে? জেনে নিন বিস্তারিত

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নয়া পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হল ভারতীয় রেল মন্ত্রক। জন শতাব্দী এক্সপ্রেস ও রাজধানী এক্সপ্রেস উন্নত পরিষেবাযুক্ত উচ্চ মানের ট্রেন হিসেবে আত্মপ্রকাশ করেছিলো। কিন্তু পরবর্তীকালে সবদিক থেকেই এই ট্রেন দুটির যাত্রী পরিষেবার ক্ষেত্রে গুণগত মানের অবক্ষয় ঘটে। যাত্রীদের তরফ থেকে এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে রেল দফতরে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, সব দিক বিবেচনা করেই এই দুই ট্রেনের পরিষেবাকে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ করার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

যেহেতু শতাব্দী ও রাজধানীর টিকিটের মূল্য বেশ বেশি তাই এই দুই ট্রেনেই বেশ কয়েকটি বদল আনা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই বদল ঘটবে দেশের ১৫টি শতাব্দী এক্সপ্রেস ও ১৪টি রাজধানী এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে। যে ১০ টি দিক থেকে এই ট্রেনের মানোন্নয়ন হবে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য, যাত্রীদের জন্য বিনোদনের ব্যবস্থা, নিরাপত্তা, তত্‍পরতা, পরিচ্ছন্ন টয়লেট ইত্যাদি। জানা গিয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রেনের পরিষেবার মান উন্নত করা হয়েছে। আধুনিক সুবিধাযুক্ত ২৩টি রেক ইতিমধ্যেই নতুন পরিষেবা-সমেত চলার জন্য প্রস্তুত।
এছাড়াও রেল মন্ত্রক ‘প্রকল্প উৎকৃষ্টকরণ’ নিয়েও কাজ শুরু করেছে। সেই অনুসারে ১৪০টি এক্সপ্রেস ট্রেনের রেক-এ পরিবর্তন আনা হবে। আগামী বছর মার্চ মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!