এখন পড়ছেন
হোম > রাজ্য > “নেতাদের হাতে টাকা দেবেন না। ওরা মেরে দেবে।” দলীয় নেতাদের নামে এমনি অভিযোগ শুনলেন পার্থ চট্টোপাধ্যায়

“নেতাদের হাতে টাকা দেবেন না। ওরা মেরে দেবে।” দলীয় নেতাদের নামে এমনি অভিযোগ শুনলেন পার্থ চট্টোপাধ্যায়


ঝাড়্গ্রাম জেলার লালগড়ে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় গত সপ্তাহে বেশ কয়েক জন মানুষ নিহত হলেন, একই সাথে আহত যাত্রীর সংখ্যাও নেহাতই কম নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমন্ত্রনে নীতি আয়োগ বৈঠকে রাজধানী দিল্লীতে থাকায় তাঁরই প্রতিনিধি হয়ে দুর্ঘটনাগ্রস্থ মানুষের সাথে দেখা করতে মেদিনীপুর জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন উপস্থিত হয়েছিলেন । শুধু তাই নয় রাজ্যের মন্ত্রী তাঁর জেলা সফরে ঐ দুর্ঘটনায় মৃত যাত্রীদের পরিবারবর্গের সাথে তাঁদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করলেন। আর সেখানেই এক নজিরবিহীন অভিজ্ঞতার সম্মুখীন হলেন রাজ্যের মন্ত্রী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দুর্ঘটনায় মৃত বাসু কিস্কুর স্ত্রী লক্ষ্মীমণিকে সমবেদনা জানিয়ে এদিন রাজ্যের মন্ত্রী বললেন , ”তোমার দুই মেয়ের পড়াশোনার যাবতীয় দায়িত্ব আমরা নেব। সেই সঙ্গে তোমাদের মধ্যে কাউকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। আর্থিক সাহায্যও করা হবে।” জবাবে লক্ষ্মীমণি কিস্কু যা বললেন তার জন্যে একদমই প্রস্তুত ছিলেন না রাজ্যের মন্ত্রী। মন্ত্রীর কথার জবাব দিতে গিয়ে তিনি বললেন , “আর্থিক সাহায্য যদি দিতেই হয়, তাহলে আমাদের হাতেই দেবেন। আপনাদের নেতাদের হাতে দিলে তারা টাকাটা মেরে দেবে, আমরা পাব না।” উল্লেখ্য ​শনিবার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে একটি সভায় যোগ দিতে যাওয়ার পথে শালবনী থেকে আদিবাসীদের যাত্রীবোঝাই একটি বাস লালগড়ের ঝিটকাতে দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় ৬ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান । আহত হন ৩০ জন যাত্রী। আহত যাত্রীদের চিকিৎসার প্রয়োজনে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের মানুষের কাছে দলের নেতাদের সম্পর্কে এহেন প্রতিক্রিয়া শুনে অস্বস্তিতে পড়লেন ঠিকই কিন্তু সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই ঘটনার কথা অস্বীকার করেন নি। বরং পার্থ বাবু বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চান, সাধারণ মানুষ যেন সরকারের প্রকল্পের সবটাই পায়। তার মাঝে যদি কেউ চার আনা কেটে নেয়, আমরা তাদের চিহ্নিত করব। তবে সরকারের ও দলের বদনাম হতে দেওয়া যাবে না। আমরা তাদের চিহ্নিত করে ব্যাবস্থা নেব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!