এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পত্নী বিয়োগে কাতর মুকুলকে সহানুভূতির বার্তা শুভেন্দুর ব্যক্তিগত মেসেজবক্স থেকে, শুরু জল্পনা

পত্নী বিয়োগে কাতর মুকুলকে সহানুভূতির বার্তা শুভেন্দুর ব্যক্তিগত মেসেজবক্স থেকে, শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন রোগভোগের পর আজকে চলে গিয়েছেন মুকুল পত্নী কৃষ্ণা রায়। এই ঘটনায় কার্যত মুকুল রায় যে ভেঙে পড়বেন, তা অনস্বীকার্য। আর ঠিক এই সময় রাজনীতি ভুলে তাঁর পাশে থাকতে এগিয়ে এসেছেন রাজনৈতিক মহলের অনেকেই। যার মধ্যে অন্যতম হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাম্প্রতিককালে মুকুল রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন শুভেন্দু। প্রসঙ্গত, মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ার পরেই তাঁর বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী। এমনকি মুকুল রায়ের বিধায়ক পদ কেড়ে নেওয়ার জন্য তিনি ইতিমধ্যে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন।

দাবী জানিয়েছেন মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার। এইসব নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক সেইসময় আজকে খবর পাওয়া গেল মুকুল রায়ের স্ত্রী দীর্ঘ রোগভোগের পর চেন্নাইতে আজ ভোরবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাজনৈতিক মহলে অত্যন্ত পরিচিত মুকুল রায়। শোনা যায়, যেকোনো দলের সর্বস্তরেই মুকুল রায়ের সঙ্গে সম্পর্ক সবার। আর তাই মুকুল রায়ের এহেন শোকাবহ পরিস্থিতিতে তাঁকে সহানুভূতি জানিয়েছেন প্রায় সবাই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও ব্যক্তিগতভাবে মেসেজ করে শোকবার্তা ও সহানুভূতি জানানো হয় মুকুল রায়কে। পরে অবশ্য শুভেন্দু জানিয়েছেন, ব্যক্তিগত সম্পর্কের কারণেই তিনি এই মেসেজ পাঠিয়েছেন। অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনকরও মুকুল রায়কে আজ তাঁর পারিবারিক ক্ষতি নিয়ে সহানুভূতি জানিয়েছেন। প্রসঙ্গত, বিজেপিতে থাকাকালীনও মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে সুসম্পর্ক না থাকলেও তা প্রকাশ্যে কোনদিনও আসেনি।

যদিও রাজনৈতিক অলিন্দে কান পাতলে শোনা যায়, তৃণমূল থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মুকুল রায়ের গুরুত্ব কমতে থাকে। সেখান থেকেই মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তাতে যে মুকুল রায়ের প্রতি ব্যক্তিগত সৌজন্যবোধের অভাব হয়নি সে বার্তাই আজকে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবে এই ঘটনা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত উল্লেখযোগ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই শোকাবহ পরিস্থিতিতে মুকুল রায়ের পক্ষ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!