এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > পতন ঘটল কংগ্রেস সরকারের, এবার কি হতে চলেছে এই বিধানসভায়?

পতন ঘটল কংগ্রেস সরকারের, এবার কি হতে চলেছে এই বিধানসভায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার আস্থাভোটে পরাজয় ঘটল পুদুচেরি বিধানসভার কংগ্রেস জোট সরকারের। গত সোমবার পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী ও এই মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা পদত্যাগ করলেন। এরপর তাঁদের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিজেপি ও অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুদুচেরিতে সরকার গঠনের দাবি জানাবে না তারা। একারণে এবার এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার নির্দেশ দেয়া হবে।

গতকাল, মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হল যে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ন স্বামী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। যা গত ২২ সে ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। বস্তুত, কয়েকজন কংগ্রেস ও ডিএমকে বিধায়ক ইস্তফা দেবার কারণে পুদুচেরি বিধানসভায় দুর্বল হয়ে পড়েছিল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। বিরোধীদের পক্ষ থেকে আস্থাভোটের দাবি জানানো হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত সোমবার ছিল সেই আস্থাভোট। আস্থা ভোটে পরাজয়ের পর পদত্যাগ করেন পদুচেরির মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা চলে গিয়েছিল কংগ্রেস ও ডিএমকে জোটের। এরপর পুদুচেরির উপ-রাজ্যপাল তামিলসাই সৌন্দরারাজন পুদুচেরিতে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করলেন। কারণ বিরোধী দল বিজেপি ও তার সহযোগীরা সরকার গঠনের দাবি জানাচ্ছে না।

অন্যদিকে, কংগ্রেস ও ডিএমকের সদস্যরা আজ পুদুচেরিতে বিক্ষোভ দেখাতে চলেছেন। তাঁরা অভিযোগ করেছেন যে, পুদুচেরির এই জোট সরকারের পতনের জন্য দায়ী হলো কেন্দ্রীয় সরকার। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩ জন বিধায়ককে মনোনীত করে ও কয়েকজন বিধায়ককে প্রলোভন ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভয় দেখিয়ে দল ছাড়তে বাধ্য করেছে। এ কারণেই এই জোট সরকারের পতন ঘটেছে।

আজ এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে চলেছে কংগ্রেস ও তার শরিক দল। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও অন্যান্য প্রাক্তন মন্ত্রীরাও যোগদান করতে চলেছেন এই বিক্ষোভ কর্মসূচিতে। প্রসঙ্গত পুদুচেরি ছিল দক্ষিণ ভারতে কংগ্রেস শাসনাধীন একমাত্র একটি বিধানসভা। এবার এখানেও কংগ্রেসের পতন ঘটার কারণে এখন দক্ষিণ ভারতে কংগ্রেস কার্যত মুছে গেল। কংগ্রেসের একসময় শক্তিশালী গড় ছিল দক্ষিণ ভারত। আজ সে দক্ষিণ ভারতেই শূন্য হয়ে পড়েছে কংগ্রেস।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!