এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘পায়ে চোট করেছে, এবার খুন করার পরিকল্পনা’ নির্বাচনী সভা থেকে বিস্ফোরক মমতা!

‘পায়ে চোট করেছে, এবার খুন করার পরিকল্পনা’ নির্বাচনী সভা থেকে বিস্ফোরক মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রাম বিধানসভায় মনোনয়নপত্র জমা করার দিন পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। ফলস্বরুপ হাসপাতালে ভর্তি হয়ে হুইলচেয়ার করেই তাকে এখন প্রচার করতে হবে বলে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সেই হুইলচেয়ার করেই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তাকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইলচেয়ারে করে এই প্রচার করাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।

বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূল নেত্রী সহানুভূতি পাওয়ার জন্য এই কৌশল অবলম্বন করছেন। আর এই পরিস্থিতিতে এবার পায়ে আঘাত পাওয়ার পর তাকে খুন করার পরিকল্পনা করছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।স্বাভাবিক ভাবেই নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, আজ মেমারিতে নির্বাচনী জনসভায় উপস্থিত হন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাকে। তিনি বলেন, “বিজেপি পরিকল্পনা করে আমার পায়ে আঘাত করেছে। এবার আমাকে খুন করার প্ল্যান করবে। কেউ ভয় দেখিয়ে ভোট দিতে বারণ করলে ভয় পাবেন না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ তৃণমূল নেত্রীর এই মন্তব্যের মধ্যে দিয়ে বাংলার তথা তৃণমূল কর্মীদের আবেগ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, তার পায়ে আঘাত পরিকল্পনামাফিক করা হয়েছে। এমনকি তাকে শেষ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে তৃণমূল নেত্রী যে মন্তব্য করলেন, এখন তা নিয়ে যে রাজ্য জুড়ে চর্চা শুরু হয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকদের মতে, ভোটের মরসুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের লড়াই জমজমাট হতে চলেছে বাংলায়। তৃণমূল কংগ্রেস যেমন তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করতে উদ্যোগী, ঠিক তেমনই বিজেপি এবার পরিবর্তন আনতে রীতিমত ঝাঁপিয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যে কার্যত সেয়ানে সেয়ানে হতে চলেছে। এক পক্ষ অপর পক্ষকে বিন্দুমাত্র জায়গা ছাড়তে নারাজ।

আর তার মাঝেই পায়ে আঘাত পাওয়ার জন্য বিজেপিকে দায়ী করে এবার খুন করার পরিকল্পনা করা হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একাংশের দাবি, ভোটের ময়দানে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর তাই এখন শেষ মুহূর্তে বাকি দফাগুলোতে যাতে ভালো হয়, তার জন্য এই সমস্ত চক্রান্তের কথা তার মুখ থেকে শোনা যাচ্ছে। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!