এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সিপিএমের রাজ্য নেতৃত্বে নতুন মুখ, আসছে বদল

সিপিএমের রাজ্য নেতৃত্বে নতুন মুখ, আসছে বদল

2011 সালে রাজ্যের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর থেকেই একের পর এক নির্বাচনে পর্যদুস্ত হয়েছে বামেরা। 2016 বিধানসভা ভোট হোক কিংবা সদ্যসমাপ্ত 2019 এর লোকসভা নির্বাচন, ভোট কমার পাশাপাশি এক সময় দ্বিতীয়স্থান দখল করা বামেরা এখন একদম শেষের সারিতে।

আর এই পরিস্থিতিতে এবার আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে যাতে ভালো ফল করা যায়, তার জন্য সংগঠনকে ঢেলে সাজাতে মরিয়া আলিমুদ্দিন স্ট্রিট। জানা গেছে, প্রবীণতন্ত্র বাদ রেখে এবার থেকে নতুন মুখ এবং তারুণ্যের ছোঁয়ায় সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চায় বামেরা।

কেননা বিমান বসুর পর সূর্যকান্ত মিশ্র রাজ্য সম্পাদকের দায়িত্বে গেলেও তিনি একটি নির্বাচনেও দলকে সাফল্যের মুখ দেখাতে পারেননি। ফলে এবার তার জায়গায় একগুচ্ছ নাম রাজ্য সম্পাদকের পদের জন্য উঠে আসতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এখনও পর্যন্ত রাজ্য সিপিএমের পরবর্তী সম্পাদক হিসেবে মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী এবং মৃদুল দের নাম রয়েছে। জানা গেছে, মহম্মদ সেলিম পলিটব্যুরোর সদস্য। অন্যদিকে সুজন চক্রবর্তী কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। আর মৃদুল দেকে সম্প্রতি সূর্যকান্ত মিশ্র এবং রবীন দেবের সঙ্গে সিপিএমের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে দেখা গেছে।

ফলে সূর্যকান্ত মিশ্রের পরে এই তিনজনের রাজ্য সম্পাদক হওয়ার প্রবণতা অনেকাংশেই রয়েছে বলে বিশ্লেষকদের। তবে আগামী বিধানসভা নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে রেখে কিভাবে এগোনো যাবে, তা নিয়ে আগামী 15 আগস্টের মধ্যে রাজ্য কমিটির সদস্যদের রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বার পরবর্তী নির্বাচনে সাফল্য পেতে সিপিএমের রাজ্য সম্পাদক পদে সূর্যকান্ত মিশ্রের পরে কে আসেন, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!