“প্রেসক্লাব কি চটি চাটছে?” সাংবাদিক নিগ্রহে গর্জে উঠলেন শুভেন্দু! কলকাতা বিজেপি রাজনীতি রাজ্য March 13, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার হেনস্থার স্বীকার হয়েছেন এক মহিলা সাংবাদিক। কিন্তু তা নিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এবং প্রতিবাদ নেই। আর সেই ব্যাপারেই এবার প্রেস ক্লাবকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মহিলা সাংবাদিকের হেনস্থা নিয়ে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “প্রেসক্লাব কি করছে? চটি চাটছে? এই প্রশ্নটা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এবং তৃণমূল নেতা কিংশুক প্রামাণিককে জিজ্ঞেস করুন। আমাকে করবেন না।” আপনার মতামত জানান -