এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পেগাসাসের হাত থেকে রেহাই মেলেনি প্রশান্ত কিশোরেরও, মুখ্যমন্ত্রীর অভিযোগে চাঞ্চল্য রাজনীতিমহলে

পেগাসাসের হাত থেকে রেহাই মেলেনি প্রশান্ত কিশোরেরও, মুখ্যমন্ত্রীর অভিযোগে চাঞ্চল্য রাজনীতিমহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দা ওয়ার পত্রিকাতে এক বিশেষ প্রতিবেদন প্রকাশের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে পেগাসাস ইস্যু। একাধিক বিরোধীদল এর বিরুদ্ধে সরব। মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, তাঁর ফোনে পর্যন্ত পেগাসাস ব্যবহার করে নজরদারি করা হয়েছিল। এর সঙ্গেই মুখ্যমন্ত্রী গতকাল জানালেন যে, তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা পিকের ফোনেও এর দ্বারা নজরদারি করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময়ে কালীঘাটে তৃণমূলের একটি বৈঠকের খবর প্রশান্ত কিশোরের মোবাইলের দ্বারা ফাঁস করা হয়েছিল। তিনি জানিয়েছেন, এই বৈঠকে তিনি ছিলেন, ছিলেন পিকে, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলের কাছেই মোবাইল ছিল। কিন্তু বৈঠকের সময় কেউ ফোন ব্যাবহার করেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরে প্রশান্ত কিশোরের ফোন অডিট করতে গিয়ে জানা যায় বৈঠকের কথোপকথন ফাঁস করা হয়েছে। আবার, গত ২১ সে জুলাই এর দিনে মুখ্যমন্ত্রী জানান যে, তাঁর ফোনেও আড়িপাতা হয়েছে। এই সন্দেহে ফোনের ক্যামেরায় লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছেন তিনি। গতকাল সকলকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, যত আধুনিক ফোন ব্যবহার করা হবে, তত সুরক্ষা কমে যাবে। তাই তত কম নিরাপদ হবে ফোন।

তিনি জানান, ফেসটাইম নিরাপদ নয়। তাঁর ফোনও নিরাপদ নয়। এরপর পেগাসাসের হাত থেকে বাঁচতে সমস্ত মন্ত্রীদের তিনি পুরনো বা ছোট অ্যান্ড্রয়েড ফোন, অ্যাপেল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন। এই সমস্ত ফোন ব্যবহার করলে জরুরি বা গোপনীয় কথা সেই ফোনে না বলে, সরাসরি দেখা করে সামনাসামনি কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!