এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পেগাসাস ইস্যুতে বিস্ফোরক তৃণমূলের রাজ্য নেতা, সরাসরি শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি

পেগাসাস ইস্যুতে বিস্ফোরক তৃণমূলের রাজ্য নেতা, সরাসরি শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাদল অধিবেশন শুরুর সময়ই পেগাসাস নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজনীতির অন্তরমহল। রাজ্য থেকে কেন্দ্র সর্বত্র উঠেছিল ঝড়। আজ পেগাসাস নিয়ে ফের উত্তাল হলো রাজনীতি। পেগাসাস কাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্ট এক বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। পেগাসাস কাণ্ডের নিরপেক্ষ তদন্তর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নির্দেশ কেন্দ্রের কাছে একটি বিরাট ধাক্কা বলেই অভিজ্ঞ মহলের দাবি। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই যথেষ্ট উজ্জীবিত রাজ্যের শাসক দল তৃণমূল। এ বিষয়ে বিস্ফোরক বক্তব্য রাখার পর সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবিতে সরব হলেন তৃণমূলের রাজ্য নেতা কুনাল ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ কাজ একটি টুইট করেছেন। যে টুইটে তিনি লিখেছেন যে, পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্ট কমিটি ঘোষণা করেছে। যা থেকে প্রমাণিত যে, মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছিলেন, তা সঠিক ছিল। এর তদন্তের স্বার্থে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক। কারণ শুভেন্দু অধিকারী এক সময় বলেছিলেন যে, সমস্ত ফোনের কললিস্ট, রেকর্ডিং তাঁর কাছে আছে। তাই তাঁকে হেফাজতে নিয়ে, তাঁকে জেরা করে তার সূত্র জানার প্রয়োজন আছে।

ইতিপূর্বেও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে আজ আবার সরব হলেন তিনি। এদিকে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাংবিধানিক রক্ষাকবচের কথা বলে কখনোই ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা যায়না। সংবাদমাধ্যমের স্বাধীনতা কখনোই খর্ব করা যায় না। আর, তা যদি করা হয় তবে তা গণতন্ত্রের ক্ষেত্রে একটি খারাপ নজির সৃষ্টি করবে। আদালতের পক্ষ থেকে জানানো হয় যে, কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট সুযোগ দেয়া হয়েছিল, তার অবস্থান ব্যাখ্যা করার কথা বলা হয়েছিল। কিন্তু জাতীয় নিরাপত্তার যে অজুহাত কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা কখনোই সমর্থন করেনা শীর্ষ আদালত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!