এখন পড়ছেন
হোম > জাতীয় > পেগাসাস কাণ্ডে মুখ পুড়লো কেন্দ্রের, কতটা উজ্জীবিত তৃণমূল? কি বক্তব্য রথী-মহারথীদের?

পেগাসাস কাণ্ডে মুখ পুড়লো কেন্দ্রের, কতটা উজ্জীবিত তৃণমূল? কি বক্তব্য রথী-মহারথীদের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেগাসাস কাণ্ডে একেবারে মুখ পুড়লো কেন্দ্রের। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিশেষ নির্দেশ এসেছে যে, সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি নিরপক্ষ কমিটি গঠন করা হলো, যারা এর তদন্ত করবে। কমিটির শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রণ। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে নিজেদের জয় হিসেবেই দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই খুশির উচ্বাস ঘাসফুল শিবিরে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানালেন, সুপ্রিম কোর্টের এই রায় নরেন্দ্র মোদী ও অমিত শাহদের বিরুদ্ধে রায়। এতে গণতন্ত্রের জয় হয়েছে। এটা সকলেই চাইছিলেন। এতে বের হয়ে যাবে কে পেগাসাসকে নিয়ে হ্যাকিং করিয়েছিলেন? নিরপেক্ষ কমিটি গঠন করা হলে সত্যটা সামনে বেরিয়ে আসবে। সুপ্রিম কোর্টের এই রায়তে তিনি অত্যন্ত আনন্দিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এ প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানালেন যে, পেগাসাস কাণ্ডে ধরা পড়ে গেছে বিজেপি। বাদল অধিবেশনের সময় পেগাসাস কাণ্ডের কথা সংসদে তুলতে দেয়নি বিজেপি। কিন্তু আজ কি হলো? সত্যিটা আজ সবার কাছে প্রমাণিত হয়ে গেল। সুপ্রিম কোর্টের কথায় বিজেপি ধরা পড়ে গেছে।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের এই রায় প্রসঙ্গে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, সরকারি নির্দেশ ছাড়া পেগাসাস কখনোই কাজ করতে পারে না। সরকারের নির্দেশেই এটা হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিরোধীদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি শুরু হয়েছে। ব্যক্তি স্বাধীনতার উপর বারবার হস্তক্ষেপ করা হয়েছে। তাই এই নির্দেশের জন্য সুপ্রিম কোর্টকে অভিনন্দন জানাচ্ছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!