এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > পেগাসাস কাণ্ডের তদন্তে গঠিত তদন্ত কমিশনের যৌক্তিকতা নিয়ে একের পর এক প্রশ্ন ও কটাক্ষ বিজেপির

পেগাসাস কাণ্ডের তদন্তে গঠিত তদন্ত কমিশনের যৌক্তিকতা নিয়ে একের পর এক প্রশ্ন ও কটাক্ষ বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি পেগাসাস কাণ্ড নিয়ে তীব্রভাবে সরব হয়ে উঠেছে একাধিক বিরোধী শিবির। যার মধ্যে অন্যতম হলো রাজ্যের শাসক দল তৃণমূল। গতকাল পেগাসাস কাণ্ডের তদন্তে একটি তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ মাসের মধ্যে রিপোর্ট প্রকাশ করতে চলেছে এই কমিশন। বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও মদন বি লোকুর নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে। তবে, এই কমিশনের যৌক্তিকতা নিয়ে একদিকে যেমন সন্দেহ প্রকাশ করেছেন রাজ্যের বেশকিছু আইনজীবী। অন্যদিকে, তেমনি এ বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

পেগাসাস কাণ্ডের তদন্তে নিয়োজিত এই কমিশনকে রাজনৈতিক চমক বলে কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, কমিশন এনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী এই ধরনের কমিশন তৈরি করা বিধানসভার এক্তিয়ারভুক্ত। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে কমিশন গঠন করেছেন তা অবৈধ। আবার রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এ প্রসঙ্গে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের কোন নগরপাল কি ইজরায়েল সফর করেছিলেন গত ১০ বছরে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি নিজে বা কোন আধিকারিক কি সেখান থেকে পেগাসাসকে চোরাপথে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিলেন? এসটিএফ বা সিআইডির কাছে কি এই ধরনের কোন সফটওয়্যার আছে? যা দিয়ে হোয়াটসঅ্যাপে আড়িপাতা যায়? এ প্রসঙ্গে তিনি আরও জানান যে, মুকুল রায় যে সময় বিজেপিতে ছিলেন, সে সময় তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন যে, তাঁর তিনটি ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নজরদারি করে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ পর্যন্ত করেছিলেন তিনি।

আবার, পেগাসাস কাণ্ডের তদন্তে গঠিত এই তদন্ত কমিশনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের একাধিক আইনজীবী। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, রাজ্যের এই ধরনের কমিশন গঠন করার কোন এক্তিয়ার নেই। রাজ্যের কোন বিষয়ে রাজ্য সরকার কমিশন গঠন করতে পারে। যেমন, বানতলা কান্ড, একুশে জুলাইতে গুলি চালানো ইত্যাদি। সংবিধানে বলা হয়েছে, ডাক ও তার বিভাগ, টেলিফোন সহ যোগাযোগের মাধ্যম কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। তাই তদন্তে যে অফিসারদের তলব করা হবে, তাঁরা কেন আসবেন? তিনি জানিয়েছেন, প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় সরকার এই কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে। কিন্তু তার কোন প্রয়োজন হবেনা। আধিকারিকেরা সাক্ষ্য দিতেই উপস্থিত হবেন না।

অন্যদিকে, বাম, কংগ্রেস শিবিরের পক্ষ থেকে সরাসরি এই তদন্ত কমিশনের বিরোধিতা করা হয়নি, তবে এই কমিশন কতদূর কাজ করতে পারবে? তা নিয়ে করা হয়েছে একাধিক প্রশ্ন। বাম, কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে যে, শাসকের বিরুদ্ধে আড়িপাতার যে অভিযোগ করা হয়েছে, তার বিচারের কি হবে? পেগাসাস কাণ্ডের মূল অভিযোগ যেখানে কেন্দ্রীয় সরকারের দিকে, সেখানে জাতীয় স্তরে কিভাবে তদন্ত চালাবে রাজ্য সরকারের দ্বারা গঠিত এই কমিশন?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!