এখন পড়ছেন
হোম > জাতীয় >  পেগাসাস নিয়ে বিরোধীদের হট্টগোল বন্ধে নয়া কৌশল কেন্দ্রের, উত্তপ্ত জাতীয় রাজনীতি!

 পেগাসাস নিয়ে বিরোধীদের হট্টগোল বন্ধে নয়া কৌশল কেন্দ্রের, উত্তপ্ত জাতীয় রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বর্তমানে গোটা ভারতবর্ষের জাতীয় রাজনীতি সবথেকে বেশি উত্তাল হয়েছে পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে। সংসদের ভেতরে এবং বাইরে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এক ছাতার তলায় এসে এই ইস্যুকে নিয়ে হট্টগোল করতে শুরু করেছে। এমনকি মাঝেমধ্যেই এই পেগাসাস ইস্যুকে তুলে ধরে বিরোধীদের প্রতিবাদের ফলে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে শাসক দল। সেভাবে কেন্দ্রের পক্ষ থেকেও এই ব্যাপারে কারওর কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে না।

যার জেরে আরও বেশি করে এই বিষয়কে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এই পরিস্থিতিতে এবার পেগাসাস নিয়ে নয়া যুক্তি দিতে শুরু করল কেন্দ্রীয় সরকার। গোটা বিষয়টি বিচারাধীন বিষয় বলে সংসদে যাতে আগামী দিনে এই বিষয়কে সামনে না আনতে পারে বিরোধীরা, তার জন্যই কেন্দ্রের এই কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, 2024 এর লোকসভা নির্বাচনের আগে এখন থেকেই বিরোধী মহাজোটের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন বিষয়কে সামনে রেখে সকল বিরোধী রাজনৈতিক দলগুলো এক হয়ে বিজেপিকে চাপে ফেলে দেওয়ার রাস্তা বেছে নিয়েছে। আর সেই রাস্তায় হাঁটার ক্ষেত্রে নিজেদের পথ প্রশস্ত করতে পেগাসাসকে সামনে রেখে বিরোধিতার হই হট্টগোল স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে সরকারের চাপ ক্রমশ বাড়ছে।

তাই এই পরিস্থিতিতে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই গোটা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। তাই বিচারাধীন বিষয় নিয়ে সংসদে কোনো রূপ আলোচনা করা যাবে না। তবে কেন্দ্রের পক্ষ থেকে এই বিষয়ে তুলে ধরতেই বিরোধীদের পক্ষ থেকে পাল্টা যুক্তি দিয়ে কেন্দ্রের বক্তব্যকে খন্ডন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধীদের অভিযোগ, এর আগেও একাধিক বিষয় নিয়ে সংসদে বিরোধী দল সরব হওয়ার সাথে সাথেই কেন্দ্রের পক্ষ থেকে কন্ঠরোধ করা হয়েছে। আর এবার পেগাসাস নিয়ে যখন বিরোধীরা সরব হচ্ছে, তখন চাপে পড়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এই বিষয়টি যাতে সংসদে তোলা না যায়, তার রাস্তা বন্ধ করার জন্যই কেন্দ্রের এই পদক্ষেপ। কিন্তু বিরোধীদের প্রতিবাদ যে আগামী দিনেও একই ভাবে চলবে, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা।

যার জেরে অনেকে বলছেন, কেন্দ্র হয়ত বা এই বিষয়ে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে। আর সেই কারণেই সুপ্রিম কোর্টের মামলার কথা তুলে ধরে বিরোধীদের বক্তব্য থামাতে চাইছে পদ্ম শিবির। তবে যদি পেগাসাস নিয়ে বিরোধীদের বক্তব্য এই যুক্তি দিয়ে থামানোর চেষ্টা করে কেন্দ্র, তাহলে আগামী দিনে সংসদের ভেতরে এবং বাইরে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে আরও বেশি করে সরব হতে দেখা যাবে বিরোধী রাজনৈতিক দলগুলোকে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!