পেগাসাস নিয়ে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, আগামী সপ্তাহে হতে চলেছে মামলার শুনানি জাতীয় তৃণমূল বিজেপি বিশেষ খবর রাজনীতি July 30, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাদল অধিবেশন শুরু হওয়ার ঠিক একদিন আগে দা ওয়ার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন দেশজুড়ে তীব্র শোরগোল ফেলে দেয়। যেখানে অভিযোগ করা হয় যে, দেশের বহু ব্যবসায়ী, শিল্পপতি, বিরোধী নেতৃত্ব ও সাংবাদিকদের ফোনে আড়িপাতা হয়েছে পেগাসাস নামে একটি ইজরাইলের স্পাইওয়্যার ব্যবহার করে। এরপর থেকে কেন্দ্রের বিরুদ্ধে প্রবল ভাবে সরব হয়ে ওঠে একাধিক বিরোধী শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তদন্ত কমিশন গঠন করেছেন পেগাসাসের তদন্তে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন দুজন সাংবাদিক। এই আবেদনের শুনানি হতে চলেছে আগামী সপ্তাহে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সুপ্রিম কোর্টে কর্মরত বা অবসরপ্রাপ্ত কোন বিচারপতিকে দিয়ে পেগাসাস কাণ্ডের তদন্ত করার জন্য সুপ্রিমকোর্টের কাছে আবেদন জমা দিয়েছিলেন প্রবীণ সাংবাদিক ও শশী কুমার ও এন রাম। তাঁদের এই মামলা গ্রহণ করা হয়েছে সুপ্রিম কোর্টে। আগামী সপ্তাহে এর শুনানি হবে বলে, জানা যাচ্ছে। পেগাসাস নিয়ে তীব্র ভাবে সরব একাধিক বিরোধী শিবির। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পেগাসাস নিয়ে আদালতের নজরদারিতে তদন্ত করার দাবি করেছেন। আবার তৃণমূলের পক্ষ থেকে একটি তদন্ত কমিশনও গঠন করা হয়েছে এর তদন্তে। যা ৬ মাসের মধ্যে রিপোর্ট পেস করবে। পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছে একাধিক বিরোধী শিবির। পেগাসাস নিয়ে সংসদ উত্তাল থাকার কারণে বাদল অধিবেশনে যথেষ্ট সমস্যা বেড়েছে কেন্দ্রের। যদিও, কেন্দ্রের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। ইতিপূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর হলো পেগাসাস। তিনি অভিযোগ করেছেন, মানুষের কণ্ঠরোধ করতেই পেগাসাস কেনা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এর প্রতিবাদে তাঁর ফোনের ক্যামেরাতে লিউকোপ্লাস্ট ব্যবহার করতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। আপনার মতামত জানান -