এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘পেগাসাস’ নিয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন সূর্য, সরগরম রাজ্য রাজনীতি!

‘পেগাসাস’ নিয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন সূর্য, সরগরম রাজ্য রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রতিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তার ব্যতিক্রম ছিল। একবারের জন্যও সিপিএমের ক্ষেত্রে একটি শব্দও বরাদ্দ করতে দেখা যায়নি তাকে। যার ফলে মনে করা হয়েছিল, জাতীয় স্তরে বিজেপি বিরোধীতার লক্ষ্যে জোট গঠন করার জন্য সিপিএমকেও মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গী করতে চান। আর সেই কারণেই বাংলায় শূন্য হয়ে যাওয়া সিপিএমকে আর আক্রমণের রাস্তায় হাটেননি তিনি।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো কারনেই হোক, সিপিএমকে আক্রমণ না করলেও “পেগাসাস” ইস্যুতে যখন বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই সেই পথ ধরে তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। যেখানে “রাজ্যে পুলিশই পেগাসাস” বলে ঘাসফুল শিবিরকে আক্রমণ করলেন তিনি। যার জেরে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

সূত্রের খবর, এদিন অতীতে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর কথা তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে। একটি সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তিনি বলেন, “পেগাসাস তো দূরের কথা। পেগাসাস কেন্দ্রের। আর রাজ্য সরকারের পুলিশ। নজরদারিতে কোনো কমতি নেই। রাজ্য সরকারের পেগাসাস নেই। কিন্তু পুলিশ আছে। সত্যিই পেগাসাসের বিরোধিতা করতে হলে আগে রাজ্যের উচিত অম্বিকেশ মহাপাত্রের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া। এর বেলা গণতন্ত্রের হানি হয় না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ বহুদিন আগেকার ঘটনার কথা তুলে ধরে সূর্যবাবু রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। এক্ষেত্রে তিনি বুঝিয়ে দিলেন যে, রাজ্যের শাসক দল বর্তমানে পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরোধিতা করলেও, তারা পুলিশ দিয়ে সব সময় সকলের উপর নজর রাখে। এক্ষেত্রে কেন্দ্রের পাশাপাশি রাজ্য যে একই দোষে দুষ্ট, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন এই হেভিওয়েট সিপিএম নেতা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিমুহূর্তে বিরোধীদের ওপর পুলিশ দিয়ে নির্যাতন করে বলে অভিযোগ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পেগাসাস। যেখানে কেন্দ্রীয় সরকার সকলের ফোনে আঁড়ি পাতছে বলে সংসদের ভেতরে এবং বাইরে সরব হতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এমনকি গোটা বিষয়ে একুশে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে সিপিএমের জন্য একটি শব্দও বরাদ্দ না করা তৃণমূল নেত্রীকে সিপিএম আক্রমণ করবে না বলেই মনে করা হয়েছিল। কিন্তু এবার রাজ্য পুলিশ দিয়েও যে নজরদারি চালানো হচ্ছে, সেই কথা তুলে ধরে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে চাপের মুখে ফেলে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!