এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পেগাসাস ইস্যু নিয়ে এবার কলকাতার রাজপথে প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের, এই নিয়ে বিতর্ক বাড়ছে

পেগাসাস ইস্যু নিয়ে এবার কলকাতার রাজপথে প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের, এই নিয়ে বিতর্ক বাড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেগাসাস ইস্যু নিয়ে যখন জাতীয় রাজনীতিতে ব্যাপকভাবে বিতর্ক তৈরি হয়েছে, কার্যত বিরোধীরা মোদি সরকারের বিরুদ্ধে এককাট্টা হয়ে ক্রমাগত  প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন, ঠিক সে সময় কলকাতার রাজপথে মোদি সরকারের বিরুদ্ধে পেগাসাস ইস্যুকে হাতিয়ার করে প্রতিবাদে নামল তৃণমূল ছাত্র পরিষদ। কার্যত তাঁদের অভিযোগ, মোদি সরকার ডিজিটাল ইন্ডিয়ার আড়ালে সার্ভেলেন্স ইন্ডিয়া চালাচ্ছে।

আজকে ধর্মতলার মহাত্মা গান্ধী মূর্তির সামনে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়। কার্যত পেগাসাস ইস্যু সামনে আসতেই জানা গিয়েছে, একাধিক ব্যক্তির ফোনে আড়িপাতা হয়েছে পেগাসাস স্পাইওয়্যারের হাত ধরে। এই তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরের মতন ব্যক্তিরাও। তাঁদের ফোনেও আড়ি পাতা হয়েছে বলে জানা যাচ্ছে। আর তাই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদ জানানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বের ফোনে আড়িপাতা মানে বিরোধীদের পুরোপুরি মিটিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় বিজেপি সরকার। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হয়, সংবিধান বিরোধী কাজ করছে মোদী সরকার। ফোনে আড়িপাতা বর্তমানে সংবিধান বিরোধী। পাশাপাশি   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও পদত্যাগ দাবি করেছে আজ তৃণমূল ছাত্র পরিষদ।

একই সাথে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র নিন্দা জানানো হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। কার্যত আজকের দিল্লির সংসদ ভবনের সামনে তৃণমূল সাংসদরা পেগাসাস ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। সময়ের সাথে সাথে পেগাসাস ইস্যু কেন্দ্রীয় বিজেপি শিবিরের কাছে অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয়েছে। এই অভিযোগ শুধুমাত্র মোদি সরকারের বদনাম করার জন্য করা হচ্ছে বলে অভিমত তাঁদের। খুব স্বাভাবিকভাবেই পেগাসাস ইস্যু নিয়ে এই বিতর্ক এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!