এখন পড়ছেন
হোম > জাতীয় > পেগাসাস কান্ড নিয়ে এবার একঝাঁক প্রশ্ন রেডি তৃণমূলের, লক্ষ্য সংসদে মোদী সরকারকে চাপে ফেলা

পেগাসাস কান্ড নিয়ে এবার একঝাঁক প্রশ্ন রেডি তৃণমূলের, লক্ষ্য সংসদে মোদী সরকারকে চাপে ফেলা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত সময় যাচ্ছে ততই পেগাসাস নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরা। সংসদের বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই পেগাসাস কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছে সংসদের দুই কক্ষে। ক্রমাগত এই নিয়ে চাপান-উতোর বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও পেগাসাস বিতর্ককে সামনে রেখে আগামী দিনে মোদি সরকারের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদ করার ইঙ্গিত দেওয়া হয়েছে। কার্যত গতকাল রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে রাজ্যের তৃণমূল সাংসদদের নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছিলেন।

শোনা যাচ্ছে এই বৈঠকে প্রশান্ত কিশোরও উপস্থিত হয়েছিলেন। সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকে নটি প্রশ্ন ঠিক করা হয়েছে পেগাসাস সম্পর্কিত, যা দিয়ে প্রতিদিন মোদি সরকারকে নাস্তানাবুদ করা হবে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি সংসদে তৃণমূল অন্যান্য বিরোধী শক্তিদের পাশে নিয়ে মোদী সরকারের ওপর চাপ বাড়াতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটু দেখে নেওয়া যাক, সেই নটি প্রশ্ন কি কি? পর্যায়ক্রমে সেই নটি প্রশ্ন হল- 1. ভারত সরকারের কোন মন্ত্রক বা বিভাগ কি এই পেগাসাস সফটওয়্যারটি কিনেছিল? যদি কিনে থাকে তাহলে কবে কিনেছিল? 2. সফটওয়্যারটি কি এখনো ব্যবহার করা হচ্ছে? 3. কাদের কাদের উপর। এই পেগাসাস সফটওয়্যারটি ব্যবহার করে নজরদারি চালানো হয়েছে এখনো পর্যন্ত?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

4. নজরদারি চালানো হলে তা কতদিন ধরে চালানো হয়েছে? 5. কোন উদ্দেশ্যে বিশিষ্ট ব্যক্তিদের ওপর নজরদারি চালানো হয়েছিল? 6. কোন আইনের এক্তিয়ারে নজরদারি চালানো হয়েছিল? 7. কোন ব্যক্তি বা এজেন্সি এই ডেটা সংগ্রহের দায়িত্ব ছিল? 8. কারা ব্যক্তি বা এজেন্সিকে নজরদারির দায়িত্ব দিয়েছিল? 9. ফর্ম্যালি বা ইনফর্ম্যালি যারা এই নজরদারির কাজ করেছে, তাঁদের তালিকা কি? বাদল অধিবেশন শুরুর দিন থেকেই সংসদে পেগাসাস কাণ্ড নিয়ে চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা। এবং তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে জানা যাচ্ছে। কার্যত দফায় দফায় সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে।

পাশাপাশি সংসদের ভেতরে এবং বাইরে মোদী সরকারের ওপর দ্বিমুখী আক্রমণ চলছে পেগাসাস ইস্যু নিয়ে। বিশেষজ্ঞদের মতে, পেগাসাস কান্ড সামনে আসায় কার্যত বেশ কিছুটা কোণঠাসা কেন্দ্রীয় সরকার। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হচ্ছে। তবে এবার সংসদে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দল যেভাবে প্রশ্নমালা সহযোগে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ চালাবে ভেবেছে, তা বিরোধিতার মাত্রাকে অন্য পর্যায়ে উত্তীর্ণ করবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!