এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পেগাসাস তদন্তের সূত্রে এবার কাজ শুরু করে রাজ্যের উদ্যোগে তৈরি তদন্ত কমিশন

পেগাসাস তদন্তের সূত্রে এবার কাজ শুরু করে রাজ্যের উদ্যোগে তৈরি তদন্ত কমিশন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টপেগাসাস ইস্যুতে এবার কাজ শুরু করে দিল রাজ্যের গঠিত তদন্ত কমজাতীয় রাজনীতিতে বেশ কিছুদিন যাবৎ পেগাসাস কাণ্ড নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। সময় যত যাচ্ছে, ততই এই বিষয়ে সুর চড়াচ্ছেন বিরোধীরা। কার্যত বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস সংসদের হাওয়া গরম পড়তে শুরু করেছে, তৃণমূল সহ অন্যান্য বিরোধী দল সংসদে একটাই দাবি তুলেছেন, পেগাসাস নিয়ে মোদি সরকারের বিবৃতি। পাশাপাশি সরকারি তদন্তের দাবিও করেছেন তাঁরা। অন্যদিকে শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমকোর্টের নজরদারিতে পেগাসাস তদন্তের দাবি জানিয়েছিলেন।

কিন্তু তাঁর দাবি অনুযায়ী, কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় তিনি নিজেই পাল্টা পদক্ষেপ হিসেবে পেগাসাস কাণ্ডের বিচারের জন্য দুই বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে দেন তৃণমূল সুপ্রীমো এবিং তারপর তিনি দিল্লী সফরে যান। আর এবার সেই তদন্ত কমিশন নেমে পড়ল কাজে। আজকে বিভিন্ন খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে রাজ্যের গঠিত তদন্ত কমিশনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে পেগাসাস তদন্ত কমিশনের শীর্ষে রয়েছেন দুই অবসরপ্রাপ্ত বিচারপতি। তাঁদের মধ্যে একজন হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি লকুর, এবং অন্যজন হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।

গত 26 শে জুলাই পেগাসাস কাণ্ডের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিশন গঠিত হয়। কমিশন অফ এনকোয়ারি 1952-এর সেকশন 3-এ, সাবসেকশন 1 ও 2 এর ধারা বলে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগে দ্য অয়ার নিউজ পোর্টাল এবং আরো 16 টি সংবাদ সংস্থার পক্ষ থেকে পেগাসাস প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ তোলা হয়। দাবি করা হয়, পেগাসাসের মাধ্যমে বিভিন্ন সমাজকর্মী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, বিচারপতি এবং বহু মানুষের ফোনে আড়িপাতা হয়েছে। অন্যদিকে সংসদে বারবার বিরোধীরা পেগাসাস নিয়ে আলোচনার দাবি জানালেও কেন্দ্রীয় সরকার কিছুতেই এ ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে আলোচনা করতে রাজি নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যথারীতি বিরোধীদের সন্দেহ এতে আরও তীব্র হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তদন্ত কমিশন গঠন করার পর আজকে সংবাদমাধ্যমে নোটিশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা দল বা সংগঠনের কাছে পেগাসাস সংক্রান্ত যদি কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ বা তথ্য থাকে এবং কমিশনের সামনে যদি তাঁর শুনানি হিসেবে পেশ করতে কেউ ইচ্ছুক হয়, তাহলে এ ব্যাপারে আগ্রহী ব্যক্তির বক্তব্য রেকর্ড করা যেতে পারে কিংবা তথ্য-প্রমাণসহ কোন ব্যক্তি চাইলেই সরাসরি কিংবা রেজিস্টার পোস্ট কিংবা ইমেলের মাধ্যমে নিজের বক্তব্য কমিশনের কাছে পৌছে দিতে পারেন।

এক্ষেত্রে বক্তব্য পেশ করতে মেইল করতে হবে lokur.jb-coi@bangla.gov.in এ। ইমেইল ব্যবহার করতে না চাইলে তাহলে যে নির্দিষ্ট অ্যাড্রেসে  তথ্যপ্রমাণ পাঠাতে হবে সেটি হল NKDA Builing at 001, Major Arterial Road, New Town, Kolkata 700156। পাশাপাশি তথ্য জমা দিতে আগ্রহী ব্যক্তিদের জন্য বলা হয়েছে কারো কোন বক্তব্য থাকলে তা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিংবা ফার্স্টক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে এফিডেভিট করা থাকতে হবে।

পাশাপাশি নির্দিষ্ট তথ্য প্রমাণ জমা দেওয়ার কথাও বলা হয়েছে। কার্যত এটিকেই বিচারবিভাগীয় প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে। আগামী 6 মাসের মধ্যে রাজ্য সরকারের উদ্যোগে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট জমা দেবার কথা আছে। তাই এবার পেগাসাস বিতর্কের সূত্র খুঁজতে ময়দানে নামল বিচার বিভাগীয় তদন্ত কমিশন। তদন্ত কমিশনের হাত ধরে এবার পেগাসাস ইস্যুতে কোন বড় তথ্যের পর্দাফাঁস হয় কিনা এখন সে দিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!