এখন পড়ছেন
হোম > জাতীয় > কুষ্ঠরোগীর পেনশন বন্ধে আসরে বাবুল সুপ্রিয়, আধার জট কাটিয়ে আশার আলো

কুষ্ঠরোগীর পেনশন বন্ধে আসরে বাবুল সুপ্রিয়, আধার জট কাটিয়ে আশার আলো

কুষ্ঠ রোগীর সাহায্যার্থে মানবিক ভূমিকায় কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়। অন্ডালের অবসরপ্রাপ্ত ইসিএল কর্মী হরি আপটার জীবনের সমস্যা দূর করতে উদ্যোগ নিলেন তিনি। অন্ডালের খাঁদরা এলাকার নাগকাজোরা কোলিয়ারির খনি কর্মী হরি আপটা ২০ বছর আগে তাঁর কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। এরপর থেকে তিনি নিয়মিত পেনশন পেতেন কিন্তু গত দুই মাস ধরে হঠাৎই বন্ধ রয়েছে পেনশন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে হাতের আঙুলগুলিই বিলুপ্ত হয়ে হয়ে যাওয়ার কারণে তাঁর আধার কার্ড তৈরী করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। কিন্তু ব্যাঙ্ক জানিয়েছে, আধার সংযোগ ছাড়া আর পেনশন দেওয়া যাবে না। স্বভাবতই সে কারণে পেনশন বন্ধ হয়ে গিয়েছে প্রবীন এই ইসিএল কর্মীর। কেন্দ্রীয় মন্ত্রী এই ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যম সূত্রেই অবহিত হন এবং বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন তিনি বললেন, ”অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই অবস্থা কেন হল তা আমি ইসিএলের কাছে জানতে চাইব। ওই ব্যক্তির কোনওভাবেই পেনশন যাতে বন্ধ না হয় তা দেখব।” কেন্দ্রীয় মন্ত্রীর স্বেচ্ছায় হস্তক্ষেপের ফলে কার্যতই একটু নিশ্চিন্ত হয়েছেন হরি আপটা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!