এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় ধাক্কা দিয়ে সরকারি কর্মীদের এবার পেনশন বন্ধ করতে চলেছে সরকার

বড় ধাক্কা দিয়ে সরকারি কর্মীদের এবার পেনশন বন্ধ করতে চলেছে সরকার

দীর্ঘ কয়েক দশক রাজত্বের পরে ত্রিপুরা রাজ্যে বাম শাসনের অবসান হয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি দল। আর ক্ষমতায় আসার পরেই নতুন সরকার ঐ রাজ্যের মানুষ জনেদের জন্যে এতদিন ধরে প্রচলিত সমস্ত সুযোগ সুবিধাগুলি বন্ধ করে দিচ্ছে। জানা যাচ্ছে ঐ রাজ্যে বিজেপি সরকার ২০১৮ সালের ১ জুলাইয়ের পর যারা সরকারী কর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন তাঁদের জন্যে ২০০৪ সালের কেন্দ্রীয় পেনশন নীতির প্রচলন করতে চলেছেন।

এরফলে স্বভাবতই সরকারী কর্মচারীরা বেশ কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চলতি মাসের ১৩ তারিখে এই কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ত্রিপুরার বিজেপি সরকার। রাজ্য সরকারের এই নীতির ফলে রাজ্যের নবীন প্রজন্মের মধ্যে সরকারী চাকরীর ক্ষেত্রে একটি বিমুখতা তৈরী হচ্ছে। প্রসঙ্গতঃ নানা আর্থিক অনটনের মধ্যে বাম সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও সরকারি কর্মীদের পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার মতো কোনো অমানবিক সিদ্ধান্ত গ্রহণ করেনি।

সেখানে মাত্র কয়েক মাস ক্ষমতায় এসেই রাজ্য সরকারী কর্মচারীদের প্রতি একটি যুগান্তকারী কঠোর সিদ্ধান্ত নিলো বিজেপি সরকার। স্বাভাবিক ভাবেই রাজ্যের বর্তমান সরকারের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট বাম শিবির। ত্রিপুরার এক সংবাদমাধ্যমকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, কংগ্রেস জমানায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চাপ এসেছিল নয়া পেনশন নীতি চালু করার । কিন্তু বাম সরকার সেই প্রস্তাব মেনে নেয়নি। তাঁর মতে , নতুন নীতি অনুসারে কেউ সরকারি চাকরি ছাড়লে তার ব্যাপারে সরকারের আর কোনও দায় থাকবে না। এই নীতিকে অতি নিষ্ঠুর বলেও জানালেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!