এখন পড়ছেন
হোম > জাতীয় > পেনশনারদের জন্য বড়সড় সুখবর আনছে মোদী সরকার! বদলাচ্ছে বহু নিয়ম, বাড়তে চলেছে টাকা! জেনে নিন

পেনশনারদের জন্য বড়সড় সুখবর আনছে মোদী সরকার! বদলাচ্ছে বহু নিয়ম, বাড়তে চলেছে টাকা! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউনের মুহূর্তে এবার কি পেনশনভোগীদের জন্য বড়সড় সুখবর আনতে চলেছে কেন্দ্রীয় সরকার? সূত্রের খবর, নতুন পিএফ গ্রাহকদের ক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে কোনো নির্দিষ্ট সীমায় পেনশন বাধা থাকবে না। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবসর-পরবর্তী পাওনার অঙ্কও বাড়তে শুরু করবে। ইতিমধ্যেই এই প্রস্তাবটি ইপিএফওতে গৃহীত হবে বলে খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে যারা পিএফ গ্রাহক আছেন, তারা “এমপ্লয়িজ পেনশন স্কিম 1995” এর অন্তর্ভুক্ত। যেখানে কর্মীরা যে বেতন পান, তার মূল বেতন এবং মহার্ঘভাতার 12% কেটে নিয়ে পিএফ অ্যাকাউন্টে জমা করা হয়। কর্মচারীদের মাইনে যতই হোক না কেন, 15000 টাকা মূল বেতন পর্যন্ত পেনশনের হিসাব করা হয়। যেখানে দেশের সমস্ত কর্মচারীকে পেনশন স্কিমে যে পরিমাণ টাকা আসে, তা একটি মাত্র তহবিলে জমা হয়।

এদিকে এই সরকারি কর্মীদের 58 বছর বয়স থেকেই অবসরকালীন ভাতা চালু হয়ে যাওয়ায় একটি নির্দিষ্ট ফর্মুলায় সেই ভাতা দেওয়া হয়। জানা গেছে, যারা ন্যূনতম 10 বছর পিএফের আওতায় থাকেন, তারা এই সুবিধা পান। কিন্তু কেউ যদি 10 বছরের কম সময়ে ইপিএফ গ্রাহক থাকেন, তাহলে পেনশন স্কিমের টাকা জমা করলেও, তারা সেই পেনশন এতদিন পেতেন না। কিন্তু নয়া নিয়মে অনেক পরিবর্তন হতে চলেছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, মূলত তিনটি বিষয় নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে চিন্তাভাবনা করা শুরু হয়েছে। যেখানে 15000 টাকা মূল বেতনের যে উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে, এবার তা তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বর্তমানে সবার পেনশন স্কিমের টাকা একটিমাত্র তহবিলে জমা হয়। সেখানে কর্মচারীদের কোনো ব্যক্তিগত অধিকার নেই। তাই এই পরিস্থিতির বদল করে প্রত্যেকের নিজস্ব পেনশন খাতে টাকা জমা হবে, তার ওপর অবসরকালীন ভাতা নির্ভর করবে বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয়, প্রত্যেকের জন্য আলাদা আলাদা পেনশন ফান্ড রাখা হবে। তাই কর্মীরা যদি চান, তাহলে সেখান থেকে তারা টাকা তুলে নিতে পারেন বলেও ইপিএফওতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদিও অছি পরিষদের বৈঠকে এই রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য খুশির খবর নিয়ে আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এখন কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!