এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পেনশন বন্ধ নয়, সমালোচনার মুখে পড়ে জবাব দিলেন ফিরহাদ! কড়া ব্যবস্থার হুঁশিয়ারি!

পেনশন বন্ধ নয়, সমালোচনার মুখে পড়ে জবাব দিলেন ফিরহাদ! কড়া ব্যবস্থার হুঁশিয়ারি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি একটি খবর পাওয়া যায় যে, কলকাতা পৌরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন দেওয়া হবে না। মূলত, ভাড়ারে ঘাটতি থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানতে পারা যায়। যাকে কেন্দ্র করে বিরোধীদের তরফ থেকে ব্যাপক কটাক্ষ করা হয় রাজ্যের শাসক শিবিরকে। তবে এই ঘটনাকে নিয়ে যখন বিরোধীরা কটাক্ষ করছে, ঠিক তখনই গোটা বিষয়ে মুখ খুললেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

যেখানে কোনোভাবেই পেনশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে দিলেন তিনি‌। শুধু তাই নয়, এই বিষয়টি নিয়ে যারা প্রচার করছে, খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। সূত্রের খবর, আজ সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিমকে এই ব্যাপারে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোনোভাবেই পেনশন বন্ধ হচ্ছে না বলে জানিয়ে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার মেয়র বলেন, “হ্যাঁ, তহবিলে হাজার কোটি টাকার মতো ঘাটতি রয়েছে। কিন্তু এখনই পেনশন বন্ধ করা হচ্ছে না। এই ব্যাপারে পৌরসভা কোনো নোটিশ দেয়নি। কে নোটিশ টাঙিয়েছে, তা জেনে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, অবসরপ্রাপ্তদের পেনশন বন্ধের খবর প্রকাশ্যে আসার পরেই নানা মহলে শোরগোল পড়ে গিয়েছিল। রাজ্যকে অনেকেই কটাক্ষ করতে শুরু করেছিলেন। কিন্তু অবশেষে এই ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তা জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!