এখন পড়ছেন
হোম > জাতীয় > পেনশন ভোগীদের জন্য বড়সড় ঘোষণা! করোনা আবহে নিয়মে এল বড়সড় পরিবর্তন, জেনে নিন বিস্তারিত ভাবে

পেনশন ভোগীদের জন্য বড়সড় ঘোষণা! করোনা আবহে নিয়মে এল বড়সড় পরিবর্তন, জেনে নিন বিস্তারিত ভাবে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের পেনশনভোগী প্রবীণ নাগরিকদের জন্য বিরাট ঘোষণা কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পক্ষ থেকে জানানো হলো যে, ৩১ সে ডিসেম্বরের পরিবর্তে আগামী ২০২১ সালের ২৮ সে ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমানপত্র জমা দিতে পারবেন পেনশনভোগী প্রবীণ নাগরিকরা। গতকাল শনিবার লাইফ সার্টিফিকেট জমা দেবার সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। এর সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানালেন যে, আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশের সমস্ত পেনশনভোগীদের পেনশনের টাকা দেয়া হবে।

প্রসঙ্গত, করোনা সংক্রমনের কারণেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। ইতিপূর্বে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ৩০ সে নভেম্বর থেকে বাড়িয়ে তা ৩১ সে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। এবার তা বাড়িয়ে করা হলো আগামী বছরের ২৮ সে ফেব্রুয়ারি পর্যন্ত। এর ফলে উপকৃত হতে চলেছেন দেশের মোট ৩৫ লক্ষ পেনশনভোগী বরিষ্ঠ নাগরিক। করোনা সংক্রমণ কালে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের এই ঘোষণায় যথেষ্ট স্বস্তিতে পেনশনভোগী প্রবীণ নাগরিকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল শনিবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, করোনা সংক্রমণ ও এই সংক্রমণে বয়স্ক মানুষদের বেশি করে আক্রান্ত হবার কথা চিন্তা করেই ইপিএফও আগামী ২০২১ সালের ২৮ সে ফেব্রুয়ারি পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দেয়ার সময়সীমা বাড়িয়ে দিল। গতকাল ইপিএফওর এই সিদ্ধান্তের প্রশংসা করে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার জানালেন, ” ‌পেনশন পাওয়ার পদ্ধতি সহজ করে এবং লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দেশের পেনশনভোগীদের অনেকটাই উপকার করেছে ইপিএফও। এতে দেশের ৩৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।’‌’‌ এ প্রসঙ্গে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার আরও জানালেন যে, লাইফ সার্টিফিকেট থাক বা না থাক আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সমস্ত পেনশনভোগীকে পেনশন দেওয়া হবে।

ইতিপূর্বে করোনার সংক্রমনের কারণে পেনশনভোগীদের জন্য ঘরে বসেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থার কথা ঘোষণা করেছিল ইপিএফও। করোনা সংক্রমণ কালে ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে দীর্ঘক্ষন যাতে প্রবীণ নাগরিকদের লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়, তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছিল। জানানো হয়েছিল যে, কম্পিউটার কিংবা মোবাইল যেকোনো একটির সাহায্যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। তবে শর্ত দেয়া হয়েছে যে, পেনশন অ্যাকাউন্টের সঙ্গে আঁধার নম্বরের লিঙ্ক থাকতে হবে। সেই সঙ্গে থাকতে হবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!