এখন পড়ছেন
হোম > জাতীয় > পেঁয়াজের ঝাঁজে আবারও চোখে জল আসতে চলেছে মধ্যবিত্তের।

পেঁয়াজের ঝাঁজে আবারও চোখে জল আসতে চলেছে মধ্যবিত্তের।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেঁয়াজের লাগামছাড়া দাম এর আগে যথেষ্ট ভুগিয়েছে দেশবাসীকে। মহারাষ্ট্রের নাসিকে, দেশের বৃহত্তম পাইকারি বাজারে কুইন্টাল প্রতি পেঁয়াজের দাম বিগত দুদিনে ২৮% বৃদ্ধি পেয়েছে। পয়লা জানুয়ারি থেকে পেঁয়াজের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভারত সরকারের তরফে ঘোষণার পরই আবার বৃদ্ধি পেলো পেঁয়াজের দাম।

গত সেপ্টেম্বর মাস থেকে ভারত সরকারের তরফে পেঁয়াজের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যে করোনা আবহে বাজারে পেঁয়াজের দাম হু হু করে বেড়ে যাওয়ায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম দ্রুত গতিতে কমতে থাকায়, ভারত সরকারের থেকে, পেঁয়াজের রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা নতুন বছরের প্রথম দিন থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করা হয় গত সোমবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোমবার কুইন্টাল প্রতি গড়ে পেঁয়াজের দাম ছিল ১৯৫১ টাকা, কিন্তু রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মাত্র দুদিনে সেই দাম ২৮% বেড়ে গেছে। বুধবার কুইন্টাল প্রতি পেঁয়াজের দাম দাঁড়িয়েছে ২৫০০ টাকা। পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ার ফলে, খোলা বাজারেও দাম ২৫-৪২% বেড়েছে গত দুদিনে।

প্রসঙ্গত উল্লেখ্য, পেঁয়াজের রপ্তানির দিক থেকে বিশ্বের বৃহত্তম বাজার হল ভারত। প্রতিবেশী দেশগুলির মধ্যে, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এমনকি মালোয়েশিয়া পেঁয়াজের জন্য নির্ভর করে থাকে ভারতের ওপর। পেঁয়াজের উৎপাদনে দেশের মধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক অন্যতম।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!