এখন পড়ছেন
হোম > অন্যান্য > মাস্ক পরেই শরীর চর্চা করতে গিয়ে ফুসফুসের ৯০% হয়ে গেল বিকল! মর্মান্তিক ঘটনায় চমকে গেল বিশ্ব

মাস্ক পরেই শরীর চর্চা করতে গিয়ে ফুসফুসের ৯০% হয়ে গেল বিকল! মর্মান্তিক ঘটনায় চমকে গেল বিশ্ব


বিশ্বজুড়ে করোনার মারাত্মক ভয়াবহতার সূত্রপাত যে চীনের ইউহান প্রদেশেই হয়েছিল তা তো এতদিনে সবাই জেনে গেছে। প্রথম থেকেই বিশেষজ্ঞরা, চিকিৎসকরা ও গবেষকরা করোনার হাত থেকে সাবধান করার জন্য বারংবার বলে এসেছেন, মাস্ক এবং গ্লাভস ব্যবহার করার কথা। যথারীতি নিয়ম মেনে প্রায় প্রত্যেকেই এগুলি এখন ব্যবহার করে। বলা যায়, এগুলি এখন স্বাভাবিকভাবে চলাফেরার অঙ্গ হয়ে উঠছে নিত্যদিন। আর সে কথাটির সত্যতা প্রমাণ করলো চীনের ইউহান প্রদেশের এক 26 বছরের যুবক।

নিত্যদিন জগিং করা অনেকেরই অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু জগিং করতে গিয়ে যদি মৃত্যুর মুখোমুখি হন, তাহলে কেমন হবে? চীনের ইউহান প্রদেশে ঘটেছে এমনই একটি ঘটনা। সেখানে 26 বছরের জ্যাং পিং নামের এক যুবক জগিং করতে বেরিয়েছিলেন সকাল সকাল। মুখে ছিল চিরপরিচিত মাস্ক। করোনার সাবধানতা মেনে তিনি এটি ব্যবহার করছিলেন বলে জানা গেছে। আড়াই মাস জগিং করার পর তিনি হঠাৎ নিঃশ্বাসে সমস্যা অনুভব করেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং তাঁর অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, যে তাঁকে অস্ত্রোপচার করতে হয়। বর্তমানে যদিও যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। কিন্তু আশঙ্কা জাগিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে উক্ত যুবকের ফুসফুসের 90% বিকল হয়ে গেছে। আর তার কারণ হিসেবে উঠে এসেছে মাস্কের ব্যবহার। বলা হচ্ছে, যুবকটি মুখে মাস্ক পরে দীর্ঘ পথ দৌড়েছেন বলেই ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারতেননা। অন্যদিকে যুবকটি জানান, প্রথম দিকে তিনি কম দূরত্বে দৌড়ালেও ধীরে ধীরে তিনি অনেক বেশি মাত্রায় জগিং শুরু করেন। এবং মুখে মাস্ক পড়েই দৌড়াতেন। যার ফল এতটাই মারাত্মক হয়েছে। আরো জানা গেছে, যুবকটি বর্তমানে নিউমোথোরাক্স এ ভুগছেন।

এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে মাস্ক ব্যবহার করতে সাধারণ মানুষ যে আশঙ্কায় ভুগছেন, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে বিশেষজ্ঞদের মতে, মাস্ক পরে সাধারণ অবস্থায় নিঃশ্বাস নিতে কোন সমস্যা হয়না। কিন্তু আমরা যখন দৌড়ঝাঁপ করি, তখন খুব স্বাভাবিকভাবেই নিঃশ্বাস-প্রশ্বাসের পরিমাণ অনেক বেড়ে যায়। সেই অবস্থায় যদি মুখে মাক্স থাকে, তাহলে নিঃশ্বাস-প্রশ্বাসের পথে একটি বাধার সৃষ্টি হয়, ফলে অবধারিত ভাবেই যে ফুসফুস আক্রান্ত হবে তাতে কোন সন্দেহ নেই। তাই বিশেষজ্ঞরা সাবধান করে জানাচ্ছেন, মাস্ক পরে বাইরে সাধারণভাবে হাঁটাচলা করাই শ্রেয়। যদি জগিং বা শরীরচর্চার মতন কিছু করতে হয় তাহলে তা বাড়িতে করাই এই মুহূর্তে বাঞ্ছনীয়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!