বিরোধী সহ একঝাঁক বিক্ষুব্ধ ঘরের ছেলের ঘরে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে নদীয়া-২৪ পরগনা বিশেষ খবর রাজ্য August 18, 2018 দলের একশ্রেণীর নেতার উপর তীব্র ক্ষোভ উগরে দিলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রীতিমত ক্ষুব্ধ পার্থবাবু অভিযোগ করেন, রাজ্যের সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে তাঁর পছন্দের প্রার্থীদের মনোনীত না করে দলের কিছু বিধায়ক তাঁদের অনুগত দলীয় কর্মীদের টিকিট দিয়েছিলেন। এরফলে স্বভাবতই টিকিট না পেয়ে অনেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সম্প্রতি নদীয়ার বেথুয়াডহরির সভায় উপস্থিত থেকে পার্থবাবু এমন কথাই জানিয়েছিলেন। তিনি আরোও বলেছিলেন ঐ নির্দল প্রার্থীরা এখন চাইলে দল তাদের ফিরিয়ে নেবে। আর চলতি সপ্তাহে ঐ জেলার কল্যাণীর বিদ্যাসাগর মঞ্চে বর্ধিত কর্মীসভায় তৃণমূল কংগ্রেস দলের মহাসচিবের উপস্থিতিতে এইরকম ৬৬ জন জয়ী নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেস দলে প্রত্যাবর্তন করলেন। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে পরে পার্থবাবু প্রকাশ্যে ঘোষণা করলেন যে সদ্যসমাপ্ত পঞ্চায়েতের বিভিন্ন স্তর মিলিয়ে মোট ৮৫ জন জয়ী প্রার্থী এ দিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ত্বের পক্ষ থেকে এদিন দাবি করা হয়েছে যে এই ৮৫ জনের মধ্যে ১১ জন বিজেপির টিকিটে জয়ী এবং ৮ জন বাম প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। এই প্রসঙ্গে পার্থ বাবু বলেন, “স্থানীয় নেতাদের সঙ্গে কাজিয়ার জেরে অনেকেই গোঁজ হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। তাঁরা দলে ফেরায় প্রায় সব পঞ্চায়েতেই বোর্ড গড়ব”। আপনার মতামত জানান -