এখন পড়ছেন
হোম > জাতীয় > পেট্রল-ডিজেলের দাম কমাতে কি করতে চলেছে রাজ্য সরকার? স্পষ্ট জানালেন পার্থ চ্যাটার্জি

পেট্রল-ডিজেলের দাম কমাতে কি করতে চলেছে রাজ্য সরকার? স্পষ্ট জানালেন পার্থ চ্যাটার্জি

দেশে উত্তরোত্তর  পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে এবার স্বভাবতই বিপাকে কেন্দ্রের মোদী সরকার। এতদিন অবধি দেশের অন্যসব রাজ্যের পেট্রোল-ডিজেল দাম বৃদ্ধি পেলেও সেই তালিকার সবচেয়ে নীচের সারিতে ছিলো পশ্চিমবঙ্গ। এদিন মূল্যের নিরিখে দেশের বাকি রাজ্যগুলির সমতুল্য হয়ে গেলো পশ্চিমবঙ্গ রাজ্য। সম্প্রতি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী রাজ্যে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সংক্রান্ত বিষয়টিতে নজর দেবেন বলে রাজ্যবাসীকে আশ্বাস দিলেও এদিন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, রাজ্যে যে আর্থিক অবস্থা তাতে সেটা সম্ভব নয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য, কলকাতায় ডিলারদের কমিশন বাদে পেট্রলের দামের ৪৬ শতাংশই উৎপাদন শুল্ক ও ভ্যাট। ডিজেলে সেটা ৩৭%। মূল দামের উপরে পেট্রলে ২৫% ও ডিজেলে ১৭% ভ্যাট বসায় রাজ্যে। কেন্দ্র যদি উৎপাদন শুল্ক কমায় তবে রাজ্যের ভ্যাট বাবদ প্রাপ্ত টাকার পরিমাণ কমবে। ফলে অনেকটাই সস্তা হতে পারে দুই জ্বালানি। তবে তৃণমূল কংগ্রেস মহাসচিব জানলিয়েছেন এই মূল্যবৃদ্ধির বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী খুবই উদ্বিগ্ন।  তিনি এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!