এখন পড়ছেন
হোম > Uncategorized > পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে কাঠগড়ায় তুলে অভিনব প্রতিবাদ তৃণমূলের, চমকিত রাজনীতি মহল

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে কাঠগড়ায় তুলে অভিনব প্রতিবাদ তৃণমূলের, চমকিত রাজনীতি মহল


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পেট্রোলের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি অতিক্রম করেছে, রাজ্যের বেশ কিছু স্থানে ডিজেলের দামও আজ সেঞ্চুরি অতিক্রম করল। পেট্রোল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামল তৃণমূল। ঘোড়ার গাড়িতে গ্যাস সিলিন্ডার চাপিয়ে একদিকে যেমন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালো তৃণমূল। অন্যদিকে দড়ি দিয়ে খালি বাস-ট্রেনে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে দেখা গেল বাস মালিক সংগঠনকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ কলকাতার সুকিয়া স্ট্রিট মোড় থেকে মানিকতলা পর্যন্ত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল বাংলা সিটিজেন ফোরাম। মানিকতলার মোড়ে প্রধানমন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করা হলো। এই প্রতিবাদ মিছিলে যোগদান করে তৃণমূল। মানিকতলাতে আজ ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করে তৃণমূল। নেতৃত্ব দিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তিনি অভিযোগ করলেন, পেট্রোল-ডিজেলের ব্যাপক মূল্যবৃদ্ধিতে মানুষের অবস্থা সঙ্গীন হয়ে পড়েছে, কিন্তু সে বিষয়ে কোনো ভাবেই উদ্বিগ্ন হতে দেখা যাচ্ছেনা কেন্দ্রীয় সরকারকে।

আজ ঘোড়ার গাড়িতে গ্যাসের সিলিন্ডার চাপিয়ে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানালো তৃণমূল। অন্যদিকে আজ মহম্মদ আলী পার্ক থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল বাস-মিনিবাস ওনার্স এসোসিয়েশন। দড়ি দিয়ে খালি বাস টেনে অভিনব প্রতিবাদ জানালো বাস মালিকদের সংগঠন। তাঁরা পরিকল্পনা করেছিলেন যে, বিজেপির রাজ্য দপ্তর মুরলীধর সেন লেনে গিয়ে বিক্ষোভ দেখাবে, তবে পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!