এখন পড়ছেন
হোম > জাতীয় > অবশেষে জনসাধারণকে কিছুটা স্বস্তি দিয়ে টানা ২৪ দিন কমল পেট্রোলের দাম

অবশেষে জনসাধারণকে কিছুটা স্বস্তি দিয়ে টানা ২৪ দিন কমল পেট্রোলের দাম

দেশের মানুষের সরকার বিরোধীতার বিষয়টি দ্রুত হারে সম্প্রসারণ ঠেকাতে নয়া নীতি গ্রহণ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। সম্প্রতি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে অশান্ত দেশবাসীকে শান্ত করতে গত ৩০ শে মে থেকে এদিন অবধি প্রতিদিনই জ্বালানি তেলের মূল্য হ্রাস পাচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গিয়েছে দেশের মহানগরগুলিতে শুক্রবার দাম কমেছে ১৩-১৮ পয়সা । দিল্লীতে প্রতি লিটারে দাম কমেছে ১৪ পয়সা । মুম্বইতে কমেছে ১৮ পয়সা। অন্যদিকে, কলকাতা আর চেন্নাইতে প্রতি লিটারে পেট্রোলের দাম কমেছে ১৩ পয়সা । পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে গত ২৪ দিনে দিল্লীতে পেট্রোলের দাম কমেছে ২.৪১ টাকা, এবং মুম্বইতে কমেছে ২.০৫ টাকা। মূল্য বৃদ্ধির সময়ে কলকাতায় পেট্রোলের সর্বোচ্চ দাম হয়েছিল ৭৮.০৭ টাকা । দিল্লীতে ৭৬.০২ টাকা, মুম্বাইতে ৮৩.৭৪ টাকা টাকা এবং বেঙ্গালুরুতে ৭৭.২৫ টাকা। বর্তমানে পেট্রোপণ্যের মূল্য হ্রাসের ফলে নতুন দাম অনুযায়ী দিল্লীতে প্রতি লিটার পেট্রলের দাম হলো ৭৬.১৬ পয়সা। একই সাথে এদিন ডিজেলের দাম কমে হলো ৬৭.৬৮ পয়সা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!