এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > বাংলার বুকেও এবার পেট্রোলের সঙ্গে মিশছে জল – বাড়ছে তীব্র উত্তেজনা

বাংলার বুকেও এবার পেট্রোলের সঙ্গে মিশছে জল – বাড়ছে তীব্র উত্তেজনা

দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোল, ডিজেলের সাথে জল মেশানোর অভিযোগে বরাবর শিরোনামে উঠে এসেছে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পগুলি। এবার সেই তালিকায়  যুক্ত হল এরাজ্যের পেট্রোল পাম্পও। জানা গেছে, দুর্গাপুরের স্টিল টাউনশিপের দয়ানন্দ এলাকার একটি পেট্রোল পাম্প থেকে শনিবার নিজের চারচাকা গাড়িতে 530 টাকার ডিজেল ভরান নয়ন রায় নামে ব্যাক্তি।

অভিযোগ,  বাড়ি ফেরার সময় হঠাৎই এই গ্রাহক দেখতে পান যে তাঁর গাড়ির ট্যাঙ্কে প্রচুর জল রয়েছে। আর এর পরই সেই গাড়িটি পেট্রোল পাম্পে নিয়ে যায়। একই অবস্থা নিজের স্কুটিতে সেই পেট্রোল পাম্প থেকেই তেল ভরানো মধুমিতা বন্দ্যোপাধ্যায়েরও।  এদিকে শুধু এই দুজন নয়, নিজেদের গাড়িতে তেলের সাথে জল মেশানোয় অনেক গ্রাহক এদিন সেই পাম্পে এসে বিক্ষোভ দেখান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

গ্রাহকদের বিক্ষোভের চাপে এই ঘটনার কথা স্বীকার করে পর্যাপ্ত ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে পাম্প কতৃপক্ষ। এদিন পাম্পের ম্যানেজার বাপি বন্দ্যোপাধ্যায় বলেন, “গত কদিনে অতিরিক্ত বৃষ্টির কারনেই এদিন মাটির নীচে থাকা তেলের ট্যাঙ্কে জল ঢুকেছে। যে গাড়িগুলো ক্ষতি হয়েছে, সেগুলি আমরা সারিয়ে দেব।” এদিকে এদিন গ্রাহকদের বিক্ষোভের জেরে কার্যত উত্তেজনা ছড়িয়ে পরলে দুর্গাপুর থানার পুলিশ এসে তা নিয়ন্ত্রনে নিয়ে আসে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!