এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পেট্রোল সেঞ্চুরি হতেই অভিষেকের আক্রমণের জবাব দিল বিজেপি, ব্যাপক চাপে মমতা!

পেট্রোল সেঞ্চুরি হতেই অভিষেকের আক্রমণের জবাব দিল বিজেপি, ব্যাপক চাপে মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কার্যত আকাশ ছোঁয়া। ইতিমধ্যেই পেট্রোলের দাম 100 ছুঁয়ে গিয়েছে। আর তারপরই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই গোটা বিষয়ে একের পর এক টুইট করতে শুরু করেছেন তৃণমূলের শীর্ষস্তরের নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা টুইট করে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এত ভয়াবহ আকার ধারণ করল, তা নিয়ে মোদী সরকারকে আক্রমণ করতে দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

যার ফলে অনেকটাই চাপে পড়ে গিয়েছে রাজ্য বিজেপি। তবে এবার তৃণমূল নেতাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে পাল্টা টুইট করে রাজ্য বিজেপির পক্ষ থেকে চাপে ফেলে দেওয়া হল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে রাজ্যের লেভির পরিমাণ কেন কমানো হচ্ছে না, সেই ব্যাপারে প্রশ্ন তুলে পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হতে দেখা গেল গেরুয়া শিবিরকে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতারা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ট্যুইট করতে শুরু করেন। যার জেরে অনেকটাই চাপে পড়ে যায় ভারতীয় জনতা পার্টি। তবে এরপরই পাল্টা রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি টুইট করা হয়। যেখানে লেখা হয়, “রাজ্য থেকে যত কর আদায় করে কেন্দ্র, তার 42 শতাংশ রাজ্যের প্রয়োজনেই বরাদ্দ করা হয়। এরপরেও কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেভির পরিমাণ কমাচ্ছে না? অন্য রাজ্যের থেকে পেট্রোল-ডিজেলের দাম পশ্চিমবঙ্গের সবথেকে বেশি। সিন্ডিকেটের হাতে টাকা তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারের পরিমাণ কমাচ্ছে না। এবার বুঝুন, কোন তৃণমূল সরকারকে তারা ভোটে নির্বাচিত করবেন!” অর্থাৎ কেন্দ্রের বিরুদ্ধে শাসক দলের নেতা-নেত্রীরা পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্য অভিযোগ করলেও, পাল্টা এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিল রাজ্য বিজেপি।

বিশেষজ্ঞরা বলছেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। করোনা পরিস্থিতির মধ্যে একদিকে দিন আনা দিন খাওয়া মানুষেরা নিজেদের রুজিরুটি আনতে রীতিমতো সমস্যার মুখে পড়েছেন। তার মধ্যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি তাদের আরও কোণঠাসা করে দিয়েছে। তাই এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির ক্রমাগত বিরোধিতা গেরুয়া শিবিরকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছিল। তবে এবার রাজ্যের লেভির পরিমাণের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গোটা বিষয়ে চাপের মুখে ফেলে দিল রাজ্য বিজেপি। স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে এই ট্যুইটের পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসন বা তৃনমূলের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!