এখন পড়ছেন
হোম > রাজ্য > পেট্রোল-ডিজেলে বড়সড় ছাড়, ঘোষণা করে চমক দিলেন মমতা!

পেট্রোল-ডিজেলে বড়সড় ছাড়, ঘোষণা করে চমক দিলেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে সেস কমানোর কথা ঘোষণা করা হয়েছে। আর তারপর থেকেই রাজ্যের ওপরে ক্রমশ চাপ বাড়তে শুরু করেছিল। অবশেষে এই ব্যাপারে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে পেট্রোপণ্যের ভ্যাট কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জনসাধারণকে স্বস্তি দিলেন তিনি।

সূত্রের খবর, আজ সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যের ভ্যাট কমানোর কথা জানিয়ে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পেট্রোলে 2.80 টাকা এবং ডিজেলের 2.20 টাকা ভ্যাট কমানো হচ্ছে। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।”

বলা বাহুল্য, কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার পরেই রাজ্যের ওপরে চাপ বাড়তে শুরু করেছিল্ বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এবার রাজ্য সরকার জনসাধারণকে স্বস্তি দিতে সিদ্ধান্ত গ্রহণ করুক। আর এই পরিস্থিতিতে অবশেষে সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!