এখন পড়ছেন
হোম > জাতীয় > পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি কমানোর আবেদনে এবার মমতার চিঠি প্রধানমন্ত্রী মোদীকে, এই নিয়ে শুরু জল্পনা

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি কমানোর আবেদনে এবার মমতার চিঠি প্রধানমন্ত্রী মোদীকে, এই নিয়ে শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি নাভিশ্বাস তুলেছে জনসাধারণের। কার্যত এই নিয়ে বিরোধীরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারের তুলোধোনা করে চলেছে। এ রাজ্যেও পেট্রোল 100 ছুঁয়েছে। পাশাপাশি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সাথে সাথে পরোক্ষভাবে বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। আর তাই নিয়েই এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল পথে নামার তোড়জোড় শুরু করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার চিঠি লিখে পেট্রোলের দাম কমানোর আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন পেট্রোলের মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষ যে ক্রমাগত অসহায় হয়ে পড়ছে, সে কথাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে।

মমতা জানিয়েছেন গত 4 ঠা মে থেকে পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে এখনো পর্যন্ত। শুধুমাত্র জুন মাসেই ছয় বার পেট্রোলের দাম বেড়েছে। পেট্রোলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্গতি যেমন বেড়েছে, ঠিক সেভাবেই দেশে মুদ্রাস্ফীতির হারকেও সরাসরি প্রভাবিত করছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন, পেট্রোল-ডিজেলের দামের ওপর যেভাবে কেন্দ্রীয় সরকার কর এবং সেস বসিয়েছে, তাতে কেন্দ্রের ভাঁড়ার পূর্ণ হলেও রাজ্যের ভাঁড়ার থেকে যাচ্ছে খালি। আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় কেন্দ্রীয় সরকারের আঘাত হানার কথা উল্লেখ করেছেন।

এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দামের ওপর কেন্দ্রীয় কর কমালেই সাধারণ মানুষ অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। দেশে বেড়ে চলা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি জানান। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় পাইকারি বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির বিষয়টিও তাঁর চিঠিতে উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই সংকটজনক পরিস্থিতির মধ্যে দেশ। তার মধ্যে যেভাবে ভোজ্যতেলের দাম, ডিম, ফল, স্বাস্থ্যপণ্যের দাম প্রবল হারে বেড়ে চলেছে তাতে মানুষ অত্যন্ত অসহায় হয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী এখহেত্রে সমীক্ষা তুলে ধরেন। 2020-21 সালে তেল এবং পেট্রোপণ্যর থেকে সরকারের আয় হয়েছে 3 লক্ষ 71 হাজার 725 কোটি টাকা। পাশাপাশি তিনি জানিয়েছেন, 2014-15 অর্থবর্ষ থেকে তেল এবং পেট্রোপণ্যের দাম অনেকটাই বেড়েছে। মমতা ব্যানার্জ্জী এখানে বিশেষ করে উল্লেখ করে দিয়েছেন প্রায় 270% মূল্য বৃদ্ধি হয়েছে এই ক বছরে। আর এর পেছনে যে সেস, সারচার্জ সহ কেন্দ্রীয় শুল্ক বেড়ে চলাই মুখ্য কারণ, তারও উল্লেখ করতে ভোলেননি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী উল্লেখ করে দিয়েছেন, পেট্রোল-ডিজেলের দামের ওপর অনেকটাই কর কমিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

কিন্তু তাতেও বিশেষ কিছু হেরফের হচ্ছেনা যেহেতু কেন্দ্রীয় কর অনেকটাই বেশি তার জন্য। তবে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মুখ্যমন্ত্রীর এই চিঠি জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। একুশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে যথেষ্ট আলোচ্য হচ্ছেন মোদি বিরোধী মুখ হিসেবে। সেক্ষেত্রে তাঁর এই চিঠি আগামী রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা প্রভাব ফেলতে পারে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!