এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ তৃণমূল বিধায়কের, কটাক্ষ বিজেপির

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ তৃণমূল বিধায়কের, কটাক্ষ বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব বিরোধীরা। এ রাজ্যের পরিস্থিতিও খুব একটা আলাদা কিছু নয়। কলকাতাতে ইতিমধ্যেই পেট্রোল ছুঁয়েছে শতকের ঘর। তৃণমূলের পক্ষ থেকে একের পর এক নেতা মন্ত্রী মোদি সরকারকে তুলোধোনা করছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রীতিমতো চিঠি পাঠিয়ে পেট্রোলের দাম কমানোর আবেদন করেছেন। আর তার মধ্যেই অভিনব প্রতিবাদ সিঙুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার। বুধবার সকাল আটটা নাগাদ সিঙুরের তৃণমূল বিধায়ক তথা শ্রমমন্ত্রী বেচারাম মান্না রতনপুরের বাড়ি থেকে সাইকেলে চেপে কলকাতার দিকে রওনা হন।

তাঁর সঙ্গী হয়েছিলেন তৃণমূলের বেশ কয়েকজন কর্মী। জানা গিয়েছে, পেট্রোল-ডিজেলের অত্যধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে হিসেবে তিনি সাইকেলে চড়ে বিধানসভায় এলেন। এর আগেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে ব্যাটারি চালিত স্কুটিতে করে নবান্ন যেতে আসতে। এদিন সিঙুর থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনি হয়ে কলকাতায় আসেন বেচারাম। তাঁর সাইকেলের সামনে একটি পোস্টার লাগানো ছিল, যেখানে লেখা ছিল ‘মোদি বাবু পেট্রোল বেকাবু’।

কার্যত এই ট্যাগলাইনটি এখন পরিচিত হয়েছে তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। অন্যদিকে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে বেচারাম মান্না জানিয়েছেন, যেভাবে নিত্যদিন পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের সমস্যা বেড়েছে। আজ বিধানসভায় বাজেট পেশ করা হবে। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য একাধিক সুবিধা নিয়ে আসছেন। প্রসঙ্গত, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বুধবার কলকাতাতেও পেট্রোলের দাম বেড়ে গিয়ে দাঁড়াল 100 টাকা 23 পয়সা। অন্যদিকে ডিজেলও সেঞ্চুরি করার পথে। দাম বেড়েছে প্রতি লিটারে প্রায় 23 পয়সা। অন্যদিকে বেচারাম মান্না যেভাবে প্রতিবাদ জানালেন আজ তা নিয়ে বিজেপির অন্যতম মুখপাত্র প্রণয় রায় তীব্র কটাক্ষ সহকারে জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে যেভাবে লোকাল ট্রেন বন্ধ করে রেখেছে রাজ্য সরকার, তাতে বহু মানুষ নিত্যদিন সাইকেলে কলকাতা যাচ্ছেন। সেক্ষেত্রে শ্রমমন্ত্রী একদিন সাইকেল চালিয়ে প্রচার পাচ্ছেন।

অন্যদিকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি যে রাজ্য সরকারের দিকে অভিযোগের তীর ঘুরিয়ে দিচ্ছে তা পরিষ্কার। তাঁদের দাবি, রাজ্য সরকার যদি কর কমায়, তাহলে পেট্রোল-ডিজেলের দাম কমবে। খুব স্বাভাবিকভাবে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে যেভাবে প্রতিদিন তৃণমূল এবং বিজেপি চাপানউতোর বৃদ্ধি পাচ্ছে, তা যথেষ্ট উল্লেখযোগ্য। অন্যদিকে আজকে শ্রমমন্ত্রী বেচারাম মান্নার অভিনব প্রতিবাদ কার্যত দু’দলের তরজাকে আরো বাড়িয়ে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!