এখন পড়ছেন
হোম > জাতীয় > পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ বিজেপি সাংসদের

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ বিজেপি সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। গত জানুয়ারি মাসে দশবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। পেট্রোল-ডিজেলের দাম মূলত নির্ভর করে আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দামের কম-বেশির উপরে। বিদেশী মুদ্রার দরের সাথে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামের ওঠা-নামায় পেট্রোল-ডিজেলের দাম নির্ধারণ করা হয়ে থাকে।

কিছুদিন ধরে আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম ক্রমশ বেড়েই চলেছে। তার উপরে ভারতে বেশকিছু পেট্রোপণ্য সংস্থা খুচরা বাজারে পেট্রোপণ্যের দাম ক্রমাগত বাড়িয়ে চলেছে। এর ফলে ক্রমশ বাড়ছে তেলের দাম। এই পরিস্থিতিতে তেলের দামের বর্ধিত মূল্য নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে, এখন থেকে পেট্রোল ও ডিজেলের দামের উপরে কৃষিসেস বসানো হবে এ কারণে পেট্রোল-ডিজেলের দাম আরো বাড়বে বলে আশঙ্কা আছে। পেট্রোলের উপর প্রতি লিটারে আড়াই টাকা ও ডিজেলের উপর প্রতি লিটারে চার টাকা করে কৃষিসেস বসানো হবে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে সুব্রহ্মণ্যম স্বামী জানালেন যে, রামের ভারতে সীতার নেপাল ও রাবনের লঙ্কার তুলনায় অনেক বেশি পেট্রোলের দাম।

বর্ষীয়ান বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী আজ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই ছবিতে লেখা আছে যে, রামের ভারতে পেট্রোলের দাম ৯৩ টাকা। কিন্তু সীতার নেপালে পেট্রোলের দাম ৫৩ টাকা। আর রাবনের লঙ্কায় পেট্রোলের দাম ৫১ টাকা। তাঁর এই পোষ্ট মুহূর্তের মধ্যেই সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

দিনে দিনে মহার্ঘ হচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল-ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিজেল কমিশন সহ অন্যান্য বহু কর কার্যকর হবার কারণে এর প্রকৃত দামের দ্বিগুন দাম দিতে হয় ক্রেতাকে। পেট্রোল-ডিজেলের দামের উপর জিএসটি বসানোর দাবি বারবার জানানো হলেও, এই পদক্ষেপ এখনো নেয়নি কেন্দ্রীয় সরকার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!