এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পেট্রোলের দাম কমাতে তৃণমূলের ভরসা “ঘোড়া”, কুনালের নেতৃত্বে অভিনব প্রতিবাদ!

পেট্রোলের দাম কমাতে তৃণমূলের ভরসা “ঘোড়া”, কুনালের নেতৃত্বে অভিনব প্রতিবাদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় শুরু হয়েছে অবস্থান-বিক্ষোভ। তবে সেই বিক্ষোভ এবং প্রতিবাদের মধ্যে দিয়ে যাতে বিজেপিকে চাপে ফেলা যায়, তার জন্য বিভিন্ন ক্ষেত্রে অভিনবত্ব নামতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। কলকাতার রাস্তায় পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা গেল তৃণমূলের কর্মী সমর্থকদের।

অর্থাৎ পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি যদি ভয়াবহ আকার ধারণ করতে থাকে, তাহলে সাধারণ মানুষের কাছে যে গরু এবং ঘোড়ার গাড়ি ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার আর কোনো বিকল্প রাস্তা থাকবে না, সেই বিষয়টি তুলে ধরে অভিনব প্রতিবাদের মধ্যে দিয়ে বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করল তৃণমূল কংগ্রেস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন কলকাতার মানিকতলার সুকিয়া স্ট্রিটে তৃণমূলের পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের বিরুদ্ধে প্রতিবাদে নামা হয়েছিল। যেখানে রাস্তায় ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায়। যে গাড়ির উপরে লেখা রয়েছে, “পেট্রোল সেঞ্চুরি করেছে, তাই পেট্রোল কেনার টাকা নেই।” আর এই মিছিলেই শামিল হতে দেখা যায় তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে মিছিল করতে দেখা গিয়েছিল ঘাসফুল শিবিরের নেতা কর্মীদের। কিন্তু এবার কার্যত অভিনব কায়দায় ঘোড়ার গাড়ি নিয়ে এসে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে যেভাবে এই অভিনব প্রচারের মধ্যে দিয়ে চাপে ফেলে দিল তৃণমূল কংগ্রেস, তা কার্যত নয়া মাত্রা ধারণ করল বলেই মনে করছেন একাংশ।

হঠাৎ এই অভিনব প্রতিবাদ কেন? এদিন এই প্রসঙ্গে মিছিলে উপস্থিত তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ বলেন, “কেন্দ্রের মানববিরোধী নীতি থেকে সরে দাঁড়ানো উচিত। না হলে বাংলা নয়, এবার বাইরেও এর বিরুদ্ধে আন্দোলন চলবে।” বিশেষজ্ঞরা বলছেন, কুনালবাবুদের দল চাইছে, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জনবিরোধী ইস্যুকে সামনে রেখে বিজেপির বিড়ম্বনা বাড়িয়ে দিতে। আর সেই রকমই পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি যখন আকাশছোঁয়া, ঠিক তখনই প্রতিবাদের আগুনকে সপ্তমে নিয়ে এসে আরও বেশি করে অভিনব কায়দায় মধ্য দিয়ে বিজেপিকে চাপের মুখে ফেলে দিতে চাইছেন তারা।

আর সেই কারণেই খাস কলকাতার বুকে ঘোড়ার গাড়ি নিয়ে এসে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি যে ভয়াবহ আকার ধারণ করেছে, তা তুলে ধরে মানুষের মনে এই অভিনব প্রচার যাতে আরও বেশি জায়গা পায়, তার জন্যই তৃণমূলের এই কৌশল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে তৃণমূলের এই অভিনব প্রতিবাদে বিজেপি কতটা চাপে পড়ে এবং তার ফলে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি কিছুটা হলেও কমে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!