এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নেমে ব্যাপক গোষ্ঠীকোন্দল তৃণমূলে, আঘাতে রক্তাক্ত দলের কর্মী

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নেমে ব্যাপক গোষ্ঠীকোন্দল তৃণমূলে, আঘাতে রক্তাক্ত দলের কর্মী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নেমে নিজেরাই ব্যাপক গোষ্ঠী কোন্দল জরালো তৃণমূল। দুই পক্ষের মধ্যে প্রথমে শুরু হলো বচসা, তারপর শুরু হল ব্যবস্থা ধস্তাধস্তি। একেবারেই লাঠিসোটা নিয়ে চলল আক্রমণ। লাঠির আঘাতে মাথা ফেটে গেল এক তৃণমূল কর্মীর। শেষ পর্যন্ত পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এল। দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে।

গতকাল রবিবার আসানসোলের জামুরিয়া অঞ্চলে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল শুরু হয় তৃণমূলের। জামুরিয়ার এক নম্বর ব্লকে এই মিছিলের আয়োজন করা হয় ব্লক সভাপতি সাধন রায়ের নেতৃত্বে। আকলপুর সেতু থেকে এই মিছিল এগিয়ে যায় মন্ডলপুরের দিকে। মন্ডলপুরে পৌঁছাবার পর বেশকিছু তৃণমূল কর্মী মিছিলে বাধা দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল কর্মীদের অভিযোগ, দলের কর্মীদের বাদ দিয়ে সদ্য সিপিআইএম, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের নিয়ে মিছিল করেছেন ব্লক সভাপতি সাধন রায়। তৃণমূল কর্মীদের কাছে এই মিছিলের ব্যাপারে তিনি কিছুই জানাননি। এরপর মিছিলে বাধা দিলে প্রথমে শুরু হয় কথা কাটাকাটি, তারপর শুরু হয় হাতাহাতি। শেষ পর্যন্ত লাঠি, বাঁশ নিয়ে শুরু হয় আক্রমণ। লাঠির আঘাতে তৃণমূল কর্মী শেখ সুখলাল মন্ডলের মাথা ফেটে যায়। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

তৃণমূল কর্মী শেখ সুখলাল মন্ডল দলের বেশ কিছু নেতা-কর্মীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। যারা হলেন সৌরভ মাঝি, মিহির আঢ্য ও পিন্টু দত্ত। তবে, এ প্রসঙ্গে ব্লক যুব তৃণমূল সভাপতি পিন্টু দত্ত জানিয়েছেন যে, তাঁরা শুধু মিছিলের প্রতিবাদ করেছিলেন। মিছিল শেষ হবার পর তাঁদের ওপর আক্রমণ করা হয়। তাঁদের মধ্যে অনেকে আহত হয়েছেন। মধুসুদন মাজি, মিহির আঢ্য গুরুতর আহত হয়েছেন।

গতকাল তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারিতে প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় মন্ডলপুর। এরপর ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তৃণমূলের দুই গোষ্ঠীর পক্ষ থেকেই একে অপরের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকালের এই গোষ্ঠী সংঘর্ষ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। তৃতীয়বার সরকার গঠনের পরই দলের এই প্রবল গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় ব্যাপক অস্বস্তি বেড়েছে তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!