এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ তৃণমূলের, লাগাতার আন্দোলনের তীব্র হুঁশিয়ারি

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ তৃণমূলের, লাগাতার আন্দোলনের তীব্র হুঁশিয়ারি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল তৃণমূল। কলকাতার রাজপথে আজ এর প্রতিবাদে নামতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল বিধায়কেরা আজ বিক্ষোভ দেখাতে চলেছেন। আজ কলকাতায় পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামতে চলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ফিরহাদ হাকিম জানালেন, দুদিন ধরে ধরনা ও প্রতিবাদ চলছে। প্রতিদিন জ্বালানি তেলের দাম বাড়ছে। এর জন্যই তাঁরা প্রতিবাদে নেমেছেন। সাধারণ মানুষের সমর্থন চেয়েছেন তাঁরা। মোদি সরকার এভাবে দাম বৃদ্ধি করে যাচ্ছে। এর কারনে সাধারণ মানুষের দম বন্ধ অবস্থা তৈরি হয়েছে। গোটা রাজ্য জুড়ে তাঁরা প্রতিবাদে সামিল হয়েছেন।

এ প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে গেছে। ডিজেল সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেছে। রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হওয়ায় হেঁসেলে জ্বলছে আগুন। কেরোসিনের দামও চড়া। এই ভয়াবহ অবস্থায় দাম নিয়ন্ত্রণ করার ব্যাপারে হাত গুটিয়ে রয়েছে কেন্দ্র। তাঁরা আন্দোলন থেকে সরছেন না। পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণে বাজারেও তার প্রভাব পড়েছে। কিন্তু কেন্দ্রের কোনো হেলদোল নেই। তিনি অভিযোগ করেছেন, বিশ্ব বাজারে পেট্রোলের দাম বাড়ার কারণে মূল্যবৃদ্ধির যে যুক্তি দেখানো হচ্ছে, তা একদম সঠিক নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি দাবি করেছেন, বিশ্ববাজারে তেলের দাম এখন অনেকটাই কম। কিন্তু দেশে প্রতিদিন তেলের দাম বাড়ছে। তিনি জানান, পেট্রোল-ডিজেলে তাঁরা ইতিমধ্যেই ১ টাকা শেস কমিয়ে দিয়েছেন। তাও যে হারে দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। আগামী দিনে শুধু পশ্চিমবঙ্গ নয়, যেখানেই পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ হবে, সেখানেই আন্দোলনকে সমর্থন জানাবে তৃণমূল। যতদিন না পেট্রোপণ্যের দাম কমবে, ততদিন লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, আগামী দিনে আরো বড়সড় আন্দোলনে সামিল হবে তৃণমূল।

গতকাল সারা রাজ্যেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল। কোথাও গরুর গাড়ি করে, কোথাও সাইকেল চালিয়ে প্রতিবাদ জানাতে গেছে তৃণমূলের নেতা-কর্মীদের। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালো। এর প্রতিবাদে আধঘণ্টা পেট্রল পাম্প বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধি সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, পেট্রোল-ডিজেলে নিজেদের অংশের কর কমিয়ে রাজ্য সরকার সাধারণ মানুষকে সুরাহা দিতেই পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!