এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির জের, দিলীপের বানে বেকায়দায় রাজ্য! জেনে নিন!

পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির জের, দিলীপের বানে বেকায়দায় রাজ্য! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাম্প্রতিককালে পেট্রোলের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া হয়ে গিয়েছিল। সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক সরব হতে শুরু করে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। যে সমস্ত রাজ্যে বিজেপির বিরুদ্ধে থাকা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে, মূলত পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যাপারে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়।

স্বভাবতই কিছুটা হলেও চাপে পড়ে গেরুয়া শিবির। কিন্তু সম্প্রতি দীপাবলীর মধ্যে এই ব্যাপারে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেখানে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি কমাতে কেন্দ্রের পক্ষ থেকে শুল্কতে ছাড় দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার এই বিষয়ে যে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল তাদের কার্যত চাপের মুখে ফেলে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে এবার রাজ্যগুলির কর কমানো উচিত বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুল্কতে ছাড় দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ব্যাপারে বিবৃতি দেন তিনি। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, “এতদিন বিরোধী রাজনৈতিক দলগুলো নানা কথা বলছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এখন রাজ্য সরকারেরও করে ছাড় দেওয়া উচিত।” বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে দিলীপ ঘোষ এই মন্তব্য করে পশ্চিমবঙ্গ সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে, এবার রাজ্য সরকার কতটা মানবদরদী, তার প্রমাণ দিক। এতদিন রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধির জন্য দায়ী বলে দাবী করা হচ্ছিল। কিন্তু কেন্দ্র যখন এই ব্যাপারে পদক্ষেপ নিল, তখন রাজ্য কেন পদক্ষেপ নিচ্ছে না, সুকৌশলে সেই প্রশ্ন করার চেষ্টা করেছেন এই বিজেপি নেতা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের চাপ যে কিছুটা হলেও বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!