এখন পড়ছেন
হোম > জাতীয় > পেট্রোপণ্যের পাল্টা বিমান ভাড়া, মোদীকে একহাত নিয়ে শোরগোল তুললেন মমতা!

পেট্রোপণ্যের পাল্টা বিমান ভাড়া, মোদীকে একহাত নিয়ে শোরগোল তুললেন মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্সের বৈঠকে অবিজেপি রাজ্যগুলো পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কমাচ্ছে না বলে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার ফলে অনেকটাই অস্বস্তিতে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তার পাল্টা বিমান ভাড়াকে হাতিয়ার করে রাজ্য শুল্ক কমালেও কেন কেন্দ্র সেই ভাড়া কমাতে পদক্ষেপ নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ আরও তীব্র হলো বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, “রাজ্যগুলোর দিকে আঙুল তোলার বদলে কেন্দ্র বিমান ভাড়া কমাতে পদক্ষেপ গ্রহণ করুক। পশ্চিমবঙ্গ সরকার বাগডোগরা এবং অন্ডাল বিমানবন্দরে বিমান জ্বালানি শুল্কের উপর ছাড় দিয়েছে। কলকাতা বিমানবন্দরে উড়ান প্রকল্পের আওতায় থাকা বিমানগুলির উপর 1 শতাংশ শুল্ক নেওয়া হয়। ছোট বিমানগুলোর থেকে 5 শতাংশ এবং 2012-13 সাল থেকে চালু হওয়া সমস্ত বিমান সংস্থাগুলোর থেকে সাড়ে 12 শতাংশ হারে শুল্ক নেওয়া হয়। বিমান ভাড়া কমানোর জন্য আমরা সব ধরনের শুল্ক কমিয়ে দিয়েছি। কিন্তু কেন্দ্রীয় সরকার তা না করে বিনামূল্যে উপদেশ দিচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অবিজেপি রাজ্যগুলোর ঘাড়ে দোষ চাপিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর এবার তার পাল্টা কৌশল হিসেবেই বিমান ভাড়াকে হাতিয়ার করে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!