এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের বড়সড় বিপাকে দিলীপ ঘোষ, জেনে নিন বিস্তারিত

ফের বড়সড় বিপাকে দিলীপ ঘোষ, জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিতর্কিত রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত বাংলার রাজনৈতিক মহলে। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে এসেছেন বিরোধীরা। কিন্তু এবার বিরোধীদের আনা অভিযোগে নয়, সাধারণ জনতার অভিযোগের ভিত্তিতেই পড়লেন আইনি গেরোয়। আর এই নিয়েই শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে। সম্প্রতি হলদিয়ার ক্ষুদিরাম স্কোয়ার সংলগ্ন মাঠে বিধানসভা নির্বাচনী প্রচারে সভার আয়োজন করে গেরুয়া শিবির।

আর এই সভাতেই মূল বক্তা হিসেবে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যথারীতি এই সভা থেকে তিনি একের পর এক আক্রমণাত্মক কথা বলতে থাকেন রাজ্যের শাসক দল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকি কাটমানি নিয়েও শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। রবিবার বিজেপির এই সভার পর সোমবার হলদিয়ার বাসুদেবপুরের বাসিন্দা জহরলাল দাস সোজা দুর্গাচক থানায় গিয়ে বিজেপির বিরুদ্ধে অবৈধ সভা করার অভিযোগ দায়ের করেন।

জহরলাল দাস এদিন দুর্গাচক থানায় গিয়ে অভিযোগ করেন, যে সভা বিজেপির পক্ষ থেকে করা হয়েছে, সেই সভার প্রশাসনিক অনুমতি পাওয়া যায়নি। তাই এই সভা অবৈধ হিসেবে গ্রাহ্য হবে। তাঁর মতে, বিজেপি সভার আয়োজন করলেও সেখানে করোনা সংক্রান্ত স্বাস্থ্যসুরক্ষা বিধি কোনোদিক দিয়ে মানা হয়নি। তাছাড়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে একের পর এক তির্যক মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি, তাতে মুখ্যমন্ত্রীর মানহানি হয়েছে বলেই মনে করা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের একজন নাগরিক হয়ে তিনি এর বিরুদ্ধে দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই অভিযোগের ভিত্তিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ জমায়েত ও মানহানির মামলা ইতিমধ্যেই দায়ের করেছে দুর্গাচক থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে হলদিয়া টাউন ব্লক তৃণমূল সভাপতি সুধাংশু শেখর মন্ডল জানিয়েছেন, তৃণমূলের জন্য মানুষের আবেগ বাঁধনছাড়া। আর তা এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্যদিকে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুন নায়েক জানিয়েছেন, এভাবে মামলা করে বিজেপিকে কখনই আটকানো যাবেনা। 2021 এর নির্বাচনের ফলাফলেই প্রকাশ পাবে আসল সত্য।

অন্যদিকে থানায় অভিযোগ দায়ের হওয়া নিয়ে এখনো পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বা বিজেপির উচ্চ স্তরের নেতারা কোনো মন্তব্য করেননি। অন্যদিকে দুর্গাচক থানায় অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপও গ্রহণ করেনি পুলিশ। তবে এই ঘটনার পেছনে স্থানীয় বিজেপি শিবির তৃণমূলের হাত থাকার দাবি করেছে। তবে অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের যোগ থাকার কোনো প্রমাণ অবশ্য পাওয়া যায়নি। আপাতত দিলীপ ঘোষ যে হলদিয়ার সভা করতে গিয়ে বিপাকে পড়লেন, তা এক বাক্যে মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!