এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ফের একবার সংবাদ শিরোনামে ডায়ানা, জেনে নিন কারণ

ফের একবার সংবাদ শিরোনামে ডায়ানা, জেনে নিন কারণ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রিন্সেস ডায়ানা মৃত্যুর এত বছর পরেও সমানতালে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। বেঁচে থাকাকালীন প্রিন্সেস ডায়ানাকে নিয়ে বিভিন্ন রকম খবর প্রকাশ হতো, যা নিয়ে বিশ্ববাসীর কৌতূহল ছিল তুঙ্গে। বিশ্ববাসীর কৌতূহল মেটাতে বিবিসির সাংবাদিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি প্রিন্সেস ডায়ানার একটি সাক্ষাৎকার গ্রহণ করেন, যেখানে প্রিন্সেস ডায়না এমন কিছু খবরের অবতারণা করেন, যা নিয়ে প্রবল বিতর্ক হয়। রাজপরিবার বলতে যা বোঝায়, বাকিংহাম পালেস ছিল তাই। রাজপরিবারের ভেতরের খবর কোনমতোই বাইরে আসার কোন সুযোগ ছিল না।

কিন্তু 1995 সালে অর্থাৎ আজ থেকে প্রায় 25 বছর আগে প্রিন্সেস ডায়না যে সাক্ষাৎকার দিয়েছিলেন, তা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। অতীতে যখন এই সাক্ষাৎকার প্রকাশ পায়, তখন থেকেই বিতর্ক শুরু হয়েছিল। এই সাক্ষাৎকার রাজপরিবারের এমন অনেক তথ্য প্রকাশ করে, যা রীতিমতো নাড়িয়ে দেয় রাজপরিবারকে। অন্যদিকে সূত্র থেকে জানা যায়, প্রিন্সেস ডায়নার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য বিবিসির সাংবাদিক মার্টিন বশির কিছু অসদুপায় অবলম্বন করেছিলেন। তাই নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে বিবিসি চ্যানেল কর্তৃপক্ষ। প্রিন্সেস ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়াম অবশ্য নিরপেক্ষ তদন্তকেই সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে এ বিষয়ে মুখ খুলেছিলেন প্রিন্সেস ডায়ানার ভাই স্পেনসার। মার্টিন বশির সেসময় ডায়ানা এবং স্পেন্সারের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ এনেছিলেন। সাংবাদিক মার্টিন জানিয়েছিলেন, ডায়নার নিরাপত্তারক্ষীরা সমস্ত খবর বাইরে প্রকাশ করে। এমনকি এও বলা হয়েছিল, দুজন সহকারীকে টাকা দিয়ে ডায়ানার সম্পর্কে তথ্য কেনা হয়েছিল। বলা হচ্ছে, বিবিসির সাংবাদিক মার্টিন বশির একটি ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে অভিযোগ সত্যি প্রমাণ করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে ডায়ানার ভাই স্পেন্সার বিবিসি কর্তৃপক্ষকেও ছেড়ে কথা বলেননি।তিনি অভিযোগ করেছেন, সমস্ত ঘটনাকে বিবিসি কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।

25 বছর আগের সেই সাক্ষাৎকারের দিকে তাকালে জানা যায়, প্রিন্সেস ডায়ানার বিভিন্ন দৃষ্টিকোণ অর্থাৎ তার অস্থির মনোভাব, দুর্বলতা, ভয় এবং আশঙ্কাকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন বিবিসির সাংবাদিক। ডায়ানা জানিয়েছিলেন, তিনি সবসময় সিক্রেট এজেন্সির বৃত্তের মধ্যে আছেন বলে মনে করেন। সাক্ষাৎকারের সময় প্রিন্সেস ডায়ানাকে নকল কাগজ দেখানো হয় এবং প্রমাণ করা হয় রাজবাড়ীর কর্মীরা তার ওপর নজর রাখে এবং এর জন্য তাঁরা উপযুক্ত পারিশ্রমিক পায়। যথারীতি এসব কিছু দেখে প্রিন্সেস ডায়না খুব স্বাভাবিকভাবেই বিব্রত বোধ করেন এবং সাক্ষাৎকার দেন। যদিও পরে এই সাক্ষাৎকার নিয়ে প্রিন্সেস ডায়না আফসোস করেন বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ এই সাক্ষাৎকারের কারণেই তাঁর সঙ্গে তার বড় ছেলে প্রিন্স উইলিয়ামের দূরত্ব সৃষ্টি হয়। বিবিসির সাক্ষাৎকারে ডায়ানা তাঁর বিবাহিত জীবন সম্পর্কেও বিভিন্ন তথ্য প্রকাশ করেছিলেন। একদিকে যেমন তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তাঁর স্বামী প্রিন্স চার্লসের প্রেমিকা ক্যামিলা পার্কার বোলসের দিকে। অন্যদিকে তিনি জানান, খুব শীঘ্রই তিনি তাঁর স্বামী প্রিন্স চার্লসকে ডিভোর্স দিতে চলেছেন। পাশাপাশি তিনি নিজেও যে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছেন, সে কথাও স্বীকার করেন। প্রিন্সেস ডায়ানার সাক্ষাৎকার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই বিবিসি দুঃখ প্রকাশ করেছে।

তবে তার সঙ্গে এও বলেছে, প্রিন্সেস ডায়ানার সাক্ষাৎকারের সঙ্গে যে ভুয়ো প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে তা ঠিক নয়। কারণ সাক্ষাৎকার দেবার ক্ষেত্রে সেগুলি কোনো ভূমিকা রাখেনি। অন্যদিকে জানা গেছে, ডায়ানা 1995 সালের নভেম্বর মাসে একটি নোট পাঠিয়েছিলেন বিবিসিতে। যেখানে লেখা ছিল মার্টিন বশিরের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারটি যেভাবে নেওয়া হয়েছে তাতে তিনি সন্তুষ্ট। এতদিন এই নোটটি হারিয়ে গিয়েছিল বলে জানা ছিল। তবে গত সপ্তাহে বিবিসি জানিয়েছে, সেই নোটটি পাওয়া গিয়েছে।

আর তারপর থেকেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তবে এখন মার্টিন বশির গুরুতর অসুস্থ, প্রিন্সেস ডায়নার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু আগেই। যিনি অভিযোগ তুলেছেন আর্ল স্পেন্সর, প্রিন্সেস ডায়ানার ভাই তিনিও 1997 সালে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। কিন্তু প্রিন্সেস ডায়ানার সেই সাক্ষাৎকার আজও একই ভাবে প্রাসঙ্গিক রয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত, প্রিন্সেস ডায়ানা এক রহস্যে মোরা চরিত্র ছিলেন। তাঁকে নিয়ে কৌতুহল সর্বকালীন।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!