এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গ্রহণ অব্যাহত তৃণমূলে,অচেনা ফোনে থমকে গেলেন কল্যাণ, ফের হুগলী তৃণমূলে অস্বস্তি!

গ্রহণ অব্যাহত তৃণমূলে,অচেনা ফোনে থমকে গেলেন কল্যাণ, ফের হুগলী তৃণমূলে অস্বস্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে তৃণমূল শিবিরের নিয়মিত গোষ্ঠীদ্বন্দ্বের খবর বর্তমানে চোখে পড়ছে। এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব একুশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় সুপ্রীমোর অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেক্ষেত্রে হুগলি জেলার নাম উঠে আসছে সর্বাগ্রে। পুজোর আগেই হুগলি জেলার তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি তার অফিসে বৈঠকে বসেছিলেন দিলীপ যাদব, বেচারাম মান্না, প্রবীর ঘোষালদের নিয়ে। কিন্তু তাতেও পরিস্থিতির খুব একটা বদল হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, হুগলি জেলার দেখভাল তিনি নিজে করবেন। সব মিলিয়ে হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সংগঠন মোটেই ভালো জায়গায় নেই বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হুগলি, সিঙ্গুর, বলাগড়ের মত ব্লক নিয়েও যথেষ্ট চিন্তিত তৃণমূল শিবির। 2019 এর লোকসভা নির্বাচনে হুগলির আসন যথারীতি হারিয়েছে তৃণমূল শিবির। আরামবাগ আসনটি খুব সামান্য ব্যবধানে শাসক দল জিতে নিয়েছে। তাই এবার 2021 এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে মোক্ষম জবাব দিতে মরিয়া তৃণমূল। কিন্তু সেখানে বাদ সেধেছে হুগলি জেলা তৃণমূল সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা কমিটি ঘোষণার কথা ছিল।

সবেমাত্র সেই তালিকা নিয়ে জেলা পার্টি অফিসে পড়তে শুরু করেছিলেন সাংসদ তথা জেলা সংগঠনের চেয়ারম্যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক সেই সময় তাঁর ফোনে একটি ফোন আসে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ফোন রেখে ঘোষণা করে দেন জেলা কমিটি ঘোষণা হবে না। সঙ্গে সঙ্গে হৈচৈ শুরু হয়ে যায় হুগলি জেলা কমিটির অন্দরে। প্রশ্ন ওঠে, কেন তিনি জেলা কমিটির তালিকা প্রকাশ করতে পারবেন না? তার উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তালিকা অসম্পূর্ণ। তবে রহস্য ঘনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে কার ফোন এসেছিল এই নিয়ে। রাত বাড়তে জানা যায়, পিকের টিম থেকে জেলা তৃণমূল কংগ্রেসের তালিকা এসেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু ঘোষণা স্থগিত করার কারণ পাণ্ডুয়া, চাঁপদানি, উত্তরপাড়া, খানাকুল সহ বিভিন্ন এলাকায় ব্লক কমিটির সভাপতি নিয়ে ক্ষোভ তৈরি হতে পারে। আর সে খবর পাওয়া মাত্রই তালিকা ঘোষণা বন্ধ করে দেওয়া হয়েছে। হুগলি জেলা তৃণমূল শিবিরে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র। এই দ্বন্দ্বের কারণেই কিন্তু হুগলি জেলার লোকসভা নির্বাচনে হাতছাড়া হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। তাই একুশের বিধানসভা নির্বাচনের আগে হুগলি জেলা কমিটির ঘোষণা হঠাৎ করে স্থগিত হয়ে যাওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

তবে শুধুমাত্র একটা ফোনে হুগলি জেলা তৃণমূল কমিটির জেলা কমিটির তালিকা ঘোষণা যেভাবে বন্ধ হয়ে গেল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। গুঞ্জন শুরু হয়েছে একইসাথে তৃণমূলের অন্দরেও। অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতেই সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি হুগলি জেলা সংগঠনের। তবে জেলা কমিটি ঘোষণা বন্ধ হয়ে যাওয়ায় তৃণমূল শিবির কিন্তু যথেষ্ট অস্বস্তির সম্মুখীন হল বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!