এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফোনালাপের পরেই মমতাকে কটাক্ষ সুকান্তর, একি বললেন বিজেপির রাজ্য সভাপতি?

ফোনালাপের পরেই মমতাকে কটাক্ষ সুকান্তর, একি বললেন বিজেপির রাজ্য সভাপতি?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সৌজন্যতা দেখিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি রাজ্য সভাপতিকে ফোন করলেও এবং সৌজন্যতা দেখালেও ফের কটাক্ষের শিকার হলেন তৃণমূল নেত্রী। এবার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাপারে খোঁচা দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। তাকে সৌজন্যতা দেখিয়ে ফোন করার জন্য যেমন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সুকান্ত মজুমদার, ঠিক তেমনই এই রকম করে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যতা দেখালে ভালো হতো বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, আজ একটি ফেসবুক পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যেখানে তিনি লেখেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আমি এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমার প্রতি যে রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েছেন, ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখালে আমি আরও বেশি খুশি হতাম।” একাংশ বলছেন, অতীতে নির্বাচনী লড়াই থেকে শুরু করে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। অনেক সময় তা শালীনতার মাত্রা পর্যন্ত অতিক্রম করেছে বলে খবর। আর এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি প্রতিপক্ষ দলের প্রধান সেনাপতি হলেও, তার স্বাস্থ্যের খবর নিয়ে সৌজন্যতা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে যদি এই সৌজন্যতা দেখাতেন তৃণমূল নেত্রী, তাহলে তা আরও ভালো হত বলেই জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলছেন, সুকান্তবাবু এই কথা বলে বুঝিয়ে দিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে সৌজন্যতা দেখালেও, তিনি গোটা বিষয়টিকে খুব একটা ভালো চোখে দেখছেন না। সৌজন্যতার দেখিয়েছেন, তার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন ঠিকই, কিন্তু বরাবর যদি এই সৌজন্যতা পালন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তা দেশ এবং রাজ্যের পক্ষে মঙ্গলজনক হবে বলেই বুঝিয়ে দিতে চাইলেন বিজেপির রাজ্য সভাপতি। প্রধানমন্ত্রীর প্রতিও এইরকম করে সৌজন্যতা দেখানো উচিত বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!