এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফোনে আড়িপাতা নিয়ে এবার বড়সড় অভিযোগ বিজেপির, নিশানায় তৃণমূল সুপ্রীমো

ফোনে আড়িপাতা নিয়ে এবার বড়সড় অভিযোগ বিজেপির, নিশানায় তৃণমূল সুপ্রীমো


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেগাসাস বিতর্ক নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে এবার দেশের সমস্ত বিরোধী দলগুলি। বাদল অধিবেশনে সংসদে একের পর এক অভিযোগ তুলেছে বিরোধীরা মোদি সরকারের বিরুদ্ধে পেগাসাস কান্ড নিয়ে। সারাদেশ যখন পেগাসাস কান্ড ঘিরে উত্তাল, ঠিক সেসময় সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর দাবি অনুযায়ী কোনো ব্যবস্থা না গ্রহণ হওয়ায় অবশেষে তিনি পাল্টা পদক্ষেপ গ্রহণ করলেন। এবার পেগাসাস কান্ড ঘিরে দুই বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই পাল্টা অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির।

তদন্ত কমিটি গঠন করার সাথে সাথেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে পাল্টা চাপ সৃষ্টি করা হলো রাজ্যের তৃণমূল সরকারের ওপর। তাঁদের অভিযোগের তীর তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এদিন বিজেপি নেতা সায়ন্তন বসু অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষসহ একাধিক বিজেপি নেতার ফোনেও আড়ি পাতা হচ্ছে। আর তাই নিয়ে এবার কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি জানিয়েছেন, শুধু দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী নয়, তাঁর ফোনেও আড়িপাতা হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তবে তিনি দাবি করেছেন, এই সমস্ত কিছুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাল্টা সায়ন্তন হুঁশিয়ারি দিয়েছেন, কেন্দ্র যদি রাজ্যের বিরুদ্ধে তদন্ত ভার হাতে নেয়, তাহলে রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ হবে। ফলে রাজ্য সরকার তদন্ত কমিশন গঠন করলো কী করলো না তা নিয়ে বিশেষ কিছু যায় আসেনা বলেই তিনি জানিয়েছেন। অন্যদিকে গতকাল মন্ত্রীসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লকুর এবং হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ফোনে আড়ি পাতার তদন্ত করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিভাবে এই হ্যাকিং হয়েছে? কারা করেছে? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কারা? সবই এই তদন্ত কমিশন খতিয়ে দেখবে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী গতকাল উড়ে গেছেন দিল্লিতে। আজকে তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হওয়ার কথা। কিন্তু মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর সর্বভারতীয় রাজনীতিতে যতই উল্লেখযোগ্য হোক না কেন, রাজ্য গেরুয়া শিবির কিন্তু সেসবে পাত্তা দিতে মোটেই রাজি নয়। বরং তারা মুখ্যমন্ত্রীর দিল্লি জয় নিয়ে একের পর এক কটাক্ষ করে চলেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর তৈরি তদন্ত কমিশন ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই তদন্ত কমিশন কি আদৌ ফোনে আড়ি পাতার কাণ্ডে নতুন তথ্য তুলে আনতে পারবে? সেক্ষেত্রে বিপর্যয়ের মুখে কারা পড়বেন তা নিয়ে শুরু হয়েছে হিসাব-নিকাশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!