এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফোন ধরতেই উধাও লক্ষ লক্ষ টাকা, নয়া প্রতারণার ফাঁদে চাঞ্চল্য!

ফোন ধরতেই উধাও লক্ষ লক্ষ টাকা, নয়া প্রতারণার ফাঁদে চাঞ্চল্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বাংলা টেলিভিশন চ্যানেলে অনেক সময় ফোন করে লক্ষ লক্ষ টাকা জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ আসে। কিন্তু কখনও কি এমন শুনেছেন যে, আপনাকে কেউ ফোন করছে, আর ফোন ধরার সাথে সাথেই গায়েব হয়ে যাচ্ছে আপনার লক্ষ লক্ষ টাকা? হয়ত বা এমনটা অনেকেই শুনেছেন যে, কোথাও থেকে ফোন করে তার তথ্য চাওয়া হচ্ছে এবং সেই তথ্য দিয়ে দিলেই মুহূর্তের মধ্যে মেসেজ চলে আসছে যে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উধাও হয়ে গিয়েছে।যার জেরে অনেক মানুষ প্রতারণার শিকার হয়েছেন।

কিন্তু এমন ঘটনা কস্মিনকালেও ঘটেনি, যখন কোনো ব্যক্তিকে ফোন করলে সেই ফোন ধরার সাথে সাথেই প্রতারণার শিকার হচ্ছেন সেই ব্যক্তি! কিন্তু এবার এমনই ঘটনা ঘটল খাস কলকাতায়। যেখানে এক ব্যবসায়ীকে ফোন করলে তিনি সেই ফোন ধরার সাথে সাথেই তার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল 84 লক্ষ টাকা। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, সল্টলেকের বাসিন্দা শিবম আরোরাকে ই- সিম ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। তারপরে তিনি সেই সিম ব্যবহার করতে শুরু করেন। আর এরপরেই তাকে একটি নম্বর থেকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করার সাথে সাথেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 84 লক্ষ টাকা গায়েব হয়ে যায়। অনেকে বলছেন, এই ই-সিমের মধ্যে দিয়েই সেই টাকা গায়েব করার পরিকল্পনা ছিল প্রতারকদের। আর সেই কারণেই তারা এই অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে এই ব্যবসায়ীকে সর্বশান্ত করে দিয়েছে। তবে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে এই রকম প্রতারণার ঘটনা কার্যত বেনজির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এর আগে ফোন করে অনেক ব্যক্তির কাছ থেকে তথ্য চাওয়া হয়েছিল এবং তারপর তারা সেই তথ্য দিয়ে দিলে তাদের ব্যাংক একাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু শুধুমাত্র ফোন রিসিভ করার পরেই যেভাবে এক ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 84 লক্ষ টাকা উধাও হয়ে গেল, তাতে তিনি কার্যত হা-হুতাশ করতে শুরু করেছেন। একাংশ বলছেন, এই ধরনের সিমের রহস্য ভেদ করা উচিত।

যদি এই প্রযুক্তিকে হাতিয়ার করে ভবিষ্যতে প্রতারকরা আরও বেশি করে সাধারণ মানুষকে প্রতারণা করতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে এই জাল ছড়িয়ে পড়বে। যার ফলে সর্বস্বান্ত হয়ে যাবেন জনতা জনার্দন। তাই এখন থেকেই তদন্তকারীদের এই গোটা বিষয়ের রহস্য ভেদ করা উচিত বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!