এখন পড়ছেন
হোম > রাজ্য > পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষকে বড়োসড়ো ‘পরামর্শ’ পার্থ চ্যাটার্জির

পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষকে বড়োসড়ো ‘পরামর্শ’ পার্থ চ্যাটার্জির


তৃণমূলের সঙ্গে বিজেপির সম্পর্কটা একেবারেই সাপে-নেউলে। একজন কে কটাক্ষ করার কোন সুযোগই আর একজন ছাড়ে না।আর এবার পুজোর পরেই দিলীপ ঘোষকে রীতিমতো তুলোধোনা করলেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই কে নিয়ন্ত্রন করা নিয়ে ও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি পার্থবাবু। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত সরকার অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছে। পুজোর পরে দিন প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী।এদিন তিনি মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিলীপ ঘোষকে কটাক্ষ বানে বিদ্ধ করেন।

মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই শ্লোগান তুলেছিলেন “২০১৯ বিজেপি ফিনিশ”নেত্রীর এই শ্লোগানকে এদিন আবারও একবার তুলে ধরলেন মহাসচিব। কেন্দ্রের বিজেপি সরকারকে এদিন তিনি দুর্নীতিগ্রস্ত আখ্যা দেন। এমনকি সিবিআইকে য নিয়ন্ত্রণ করা নিয়ে ও বিজেপি কি তুলোধোনা করতে ছাড়েননি পার্থ বাবু। তিনি বলেন সিবিআই তো এখন বিবিআই হয়ে গেছে। একটি স্ব-শাসিত সংস্থার উপর এই ভাবে খবরদারি করা নিয়ে কেন্দ্র সরকারের বিশ্বাস যোগ্যতার উপর প্রশ্ন তুলেছেন তিনি।

আগামী ১৯ শে জানুয়ারি ত ব্রিগেডে তৃণমূলের এক জনসভা রয়েছে।সেই সভা কে সফল করতে নভেম্বর মাসের নেতাজি ইন্ডোরে তৃণমূলের একটি দলীয় সভা হবে বলেও এদিন জানান পার্থ চ্যাটার্জি।সেই সভায় তৃণমূলের সমস্ত সাংসদ বিধায়ক এবং পুর-পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পাশাপাশি তৃণমূলের কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন এই সভায়। এই সভার প্রধান বক্তা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

 

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এর আগে সিবিআই নিয়ে বিরোধীদের বিপদ আছে বলে মন্তব্য করেছিলেন দীলিপ ঘোষ। তিনি বলেছিলেন,”সিবিআই-এর অবস্থা নিয়ে আনন্দিত হওয়ার কিছু নেই। সিবিআই-এর যেসব কর্তাদের তৃণমূল ম্যানেজ করার চেষ্টা করেছিল তাদেরই বদলি করা হয়েছে। তাই সিবিআই ভবিষ্যতে তৃণমূলের বিপদ বাড়াবে।”আর এদিন দিলীপ ঘোষের এই কথার পরিপেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় বলেন,”সিবিআই নিয়ে কেউই আনন্দিত হচ্ছেন না। কিন্তু উনি বিসর্জনের বাজনাটা এখন থেকেই বাজাতে পারেন। কারণ বাংলার একটা জায়গাতেও পদ্মফুল ফুটবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!