এখন পড়ছেন
হোম > জাতীয় > জাতীয় রাজনীতিতে তীব্র ঝড়! শচীন পাইলট ‘যোগ দিলেন’ বিজেপিতে? সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চরমে!

জাতীয় রাজনীতিতে তীব্র ঝড়! শচীন পাইলট ‘যোগ দিলেন’ বিজেপিতে? সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চরমে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টজ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পর সম্প্রতি রাজস্থানের উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে শচীন পাইলটের দ্বন্দ্বের জন্য তিনি গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন বলে দাবি করেছিলেন একাংশ। সাম্প্রতিককালে জাতীয় রাজনীতিতে এই জল্পনা চরম মাত্রা নিতে শুরু করে।

সকলের নজর ছিল, তাহলে কবে কংগ্রেসের স্নায়ুচাপ বাড়িয়ে বিজেপিতে যোগ দেন শচীন পাইলট। তবে এখনও পর্যন্ত এরকম কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু এরকম একটি পরিস্থিতিতে বিজেপির একটি ফেসবুক পেজে শচীন পাইলটের বিজেপিতে যোগদান নিয়ে একটি বিস্ফোরক ছবি প্রকাশ্যে চলে এল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে দেখা যাচ্ছে, বিজেপির কিছু কর্মী-সমর্থকরা শচীন পাইলট বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি করছেন। পাশাপাশি ছবিতে দেখা যাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শচীন পাইলট। আর এতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে বিজেপির ফেসবুক পেজে এই ধরনের ছবি পোস্ট কেন? কেননা এখনও পর্যন্ত কোনো সংবাদমাধ্যম এইরকম কোনো খবর পায়নি।

সেক্ষেত্রে এত বড় হেভিওয়েট কংগ্রেস নেতা গেরুয়া শিবিরে যোগদান করলেন, অথচ সেই খবর শুধুমাত্র বিজেপির কাছে পৌঁছে গেল, তা কী করে সম্ভব! কেন রাজনৈতিক মহল থেকে শুরু করে অন্যান্যরা খবর পেলেন না?

 

একাংশের মতে, বিজেপির কিছু কর্মী-সমর্থকরা ভিত্তিহীনভাবে এই ফেসবুক পোস্ট করেছেন। এর সঙ্গে বাস্তবের কোনো সামঞ্জস্য নেই‌। আর এখানেই অনেকে বলছেন, শচীন পাইলটের মত হেভিওয়েট কংগ্রেস নেতার বিজেপিতে যোগদান নিয়ে বিজেপির এক ফেসবুক পেজ থেকে যেভাবে এই ছবি পোস্ট করা হল, তাতে কি সেই শচীন পাইলট আরও অস্বস্তিতে পড়লেন না! তাহলে কি তিনি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না, নাকি নীরবতা পালন করবেন!

বিশেষজ্ঞদের মতে, যদি সত্যি সত্যি নীরবে-নিভৃতে এই যোগদান পর্ব হয়ে থাকে এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির একাংশ এই ফেসবুক পোস্ট করেন, তাহলে তার সত্যতার কারণে শচীন পাইলট নীরবতা পালন করতে পারেন। কিন্তু এত বড় যোগদান পর্ব সম্পন্ন হবে, অথচ সংবাদমাধ্যমে বিন্দুমাত্র খবর প্রকাশিত হবে না, তা বিশ্বাস করতে পারছেন না কেউ।

ফলে বিজেপির একাংশ এই ফেসবুক পোস্ট করলেও তাকে ভিত্তিহীন বলে দাবি করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন এই গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সত্যি সত্যিই শচীন পাইলট বিজেপিতে যোগদান করেছেন, নাকি এই ছবি সর্বৈব ভাবে ভিত্তিহীন, কি বলছেন বিজেপি বা শচীন পাইলট, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!